ভারত-জাপানের আর্টিস্টদের কোলাবরেশনে নির্মিত মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন অর্জুন কানুনগো।
‘ইন্ডাস্ট্রি ২’ শীর্ষক অ্যালবামটিতে অর্জুনকে জাপানের জুলি ও সাইবার রুইয়ের মত তারকাদের সাথে দেখা যাবে।
তবে, ভিনদেশে শুটিং করার অভিজ্ঞতা কেমন ছিল তার?
৩২ বছর বয়সী এ গায়কের ভাষ্যমতে, জাপানের প্রোডাকশন হাউজের সাথে বোঝাপড়ার অভাব, সেদেশের আইন না জানা ও জাপানি ভাষায় অদক্ষতার কারণে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে মিউজিক টিমকে।
তবে শুটে ভোগান্তি পোহাতে হলেও মিউজিক ভিডিওটি নিয়ে বেশ আশাবাদী অর্জুন।
গায়কের মতে, দুই দেশের শিল্পীদের ভবিষ্যতে একসাথে কাজ করার জন্য নতুন দুয়ার উন্মোচন করবে তাদের এই মিউজিক অ্যালবাম।
দশটি ট্র্যাক নিয়ে তৈরি করা মিউজিক অ্যালবামটির প্রথম গান ‘ডেঞ্জার’ ৫ জুলাই ইউটিউবে মুক্তি পায়। প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই গানটি প্রায় দেড় মিলিয়নের মত ভিউ পেয়েছে ইউটিউবে। অ্যালবামটির অন্য গানগুলোর অপেক্ষায় দিন গুনছে অর্জুনের অনুরাগীরা।