Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

প্রকাশ পেল ‘কালকি’ সিনেমার ট্রেলার

‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে গেলেও জুন মাসে মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত সিনেমা ‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমা। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির অ্যাকশনে ভরপুর ট্রেলার।

শুধু প্রভাস- দীপিকাই নয়, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন ও কমল হাসানের মত তারকাদের। ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারেও দেখা গেছে বিগ বি ও কমল হাসানের ঝলক। অ্যাকশনের পাশাপাশি এতে নজর কেড়েছে গ্রাফিক্সের চমক। নাগ অশ্বিন পরিচালিত এ ছবিতে দুষ্টের দমন করতে আসছে ভৈরব। খলনায়কের ভূমিকায় দেখা গেছে দর্শকপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। প্রভাসের বিপরীতে খলনায়ক হিসেবে আরও আছেন বাংলার বব বিশ্বাস।

পোস্টারে অভিনেতা প্রভাস । ছবি: ফেসবুক

এখন থেকেই ‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমা দেখতে আমেরিকায় অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে৷ সিনেমাটির মুক্তি উপলক্ষে জোর প্রচারণাও শুরু করেছেন সংশ্লিষ্টরা।

এর আগে ইনস্টাগ্রামে সিনেমাটিতে দীপিকার লুক প্রকাশের পর তিনি প্রশংসিত হয়েছিলেন।

ডানে দীপিকা পাডুকোন । ছবি: ফেসবুক

গেলো মাসে সিনেমাটির নির্মাতারা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর মধ্যে আইপিএল ম্যাচের সময় প্রকাশ করেছিলেন সিনেমাটির টিজার। ২১ সেকেন্ডের সেই টিজারে অমিতাভের উপস্থিতি বিশেষ নজর কাড়ে দর্শকদের। এরপর ১০ জুন ট্রেলার প্রকাশ করার পর থেকে দীপিকা-অমিতাভের মত কৌতূহল বাড়িয়েছেন অন্য তারকারাও।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বক্স অফিসে হিট সানি দেওলের ‘জাট’, পিছিয়ে সালমানের ‘সিকান্দার’

পর্দায় আবারও হাজির হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সানি দেওল। গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত…

মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানালেন আইন উপদেষ্টা

গত বৃহস্পতিবার মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ…

স্ত্রী অবন্তিকার সাথে বিচ্ছেদের কারণ জানালেন অভিনেতা ইমরান খান

২০১১ সালে অবন্তিকা মালিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা ইমরান খান । তিন বছর পর ২০১৪ সালে, এই দম্পতি…
0
Share