বেশ কিছুদিন ধরে আলোচনায় শাকিব খানের নতুন সিনেমা। আসন্ন ঈদ এবং ঈদের বাইরেও সিনেমা নিয়ে আসতে চলেছেন তিনি। এরমধ্যেই আজ শুক্রবার বিকেলে একটি ফার্স্ট লুক শেয়ার করে তার নতুন সিনেমার ঘোষণা দেন শাকিব খান। সিনেমাটির নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।
সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, লালচে আবহে ভিড়ের মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই। তাঁদের মাঝেই উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান। চেহারা স্পষ্ট না হলেও ভঙ্গিতে পরিষ্কার, এবার গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন তিনি। পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত জায়গার নাম যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি লেখা রয়েছে।
জানা গেছে, খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং। এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।
অন্যদিকে, আসছে সেপ্টেম্বরে ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করবেন শাকিব।
সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে থাকার কথা অভিনেত্রী তানজিন তিশার।