গতকাল বুধবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মুক্তি পেয়েছে আরিয়ানের প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’য়ের প্রথম টিজার। অনুষ্ঠানে আরিয়ান ছাড়াও ছিলেন তার বাবা শাহরুখ খান, সিরিজের প্রযোজক মা গৌরি খান। এ অনুষ্ঠানে নানা প্রসঙ্গে কথা বলেন শাহরুখ।
এই সিরিজ দিয়েই আরিয়ান খান প্রথমবারের মতো পরিচালনায় আসছেন। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটি।
তারকাখচিত এই সিরিজটিতে অভিনয় করছেন ববি দেওল, লক্ষ্য, সাহের বাম্বা, মনোজ পাওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রাজাত বেদি ও গৌতমি কাপুর। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খান আর করণ জোহরকে।
সিরিজটি মূলত এক আন্ডারডগ গল্প, যেখানে স্বপ্নপূরণের লড়াই আর বলিউডের অন্ধকার দিকের দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। এই নিয়ে আরিয়ান খান বলেন, ‘সিরিজে আমি এমন এক দুনিয়া তৈরি করতে চেয়েছি, যা একদিকে ঝলমলে, অন্যদিকে কঠিন বাস্তবতায় ভরা।’
ছেলের এ অভিষেক নিয়ে আপ্লূত শাহরুখ খান। তিনি বলেন, ‘আরিয়ান তার গল্পকে যেভাবে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে, সেটি গর্বের ব্যাপার। এই গল্পে যেমন তীক্ষ্ণতা আছে, তেমনি আছে আত্মসচেতনতা। আমি বিশ্বাস করি, দর্শকেরা এর ভেতরের আবেগের সঙ্গে যেমন যুক্ত হবেন, তেমনি উপভোগ করবেন এর স্টাইলও।’
অনুষ্ঠানে দেখা যায় হাতে ভাঙা হাত নিয়ে এসেছেন শাহরুখ খান। জানা যায়, ‘কিং’ ছবির শুটিং চলাকালীন কাঁধের মাংসপেশিতে আঘাত পান অভিনেতা। এরপর দ্রুত তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় চিকিৎসার জন্য। চোটের কারণে ছবির শুটিং মাঝপথে বন্ধ রেখে আপাতত এক মাসের বিরতি নিয়েছেন তিনি।
অনুষ্ঠানে শাহরুখ খান মজার ছলেই বললেন, ‘জাতীয় পুরস্কার তুলতে আমার এক হাতই যথেষ্ট। এক হাতে অনেক কিছু করা যায়—খাওয়া, দাঁত মাজা কিংবা চুলকানো। তবে আপনাদের দেওয়া ভালোবাসা জমা করতে দুই হাতও যথেষ্ট নয়।’
৩৩ বছরের অভিনয়জীবনে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শাহরুখ। ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। যৌথভাবে তার সাথে পুরস্কার জিতেছেন ‘টুয়েলভথ ফেল’-এর অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
চোট থেকে সেরে উঠতে আরও মাস দুয়েক সময় লাগবে বলে জানান শাহরুখ খান।