Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

পাকিস্তানের প্রেক্ষাগৃহে ‘মোনা: জ্বীন-২’ 

‘মোনা: জ্বীন-২’ সিনেমার পোস্টার । ছবি: জাজ মাল্টিমিডিয়া

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘মোনা: জ্বীন-২’। দেশের সীমানা ছাড়িয়ে এবার সিনেমাটি চলছে পাকিস্তানে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সূত্র থেকে জানা গেছে, ‘মোনা: জ্বীন-২’ মুক্তি পেয়েছে পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে। মাল্টিপ্লেক্সসহ এ প্রেক্ষাগৃহগুলোতে প্রতিদিন ছবিটির ৮২টি শো চলছে।

বিষয়টি নিয়ে প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘এম আর নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। আর শুক্রবার (২৬ এপ্রিল) থেকে ইংরেজি সাবটাইটেলে সিনেমাটির প্রদর্শন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের দেশের সিনেমা মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের সিনেমার একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা। আগামী ঈদুল আজহায় ‘এম আর নাইন’ সিনেমাটিও পাকিস্তানে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’

প্রসঙ্গত, ‘মোনা: জ্বীন-২’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। এছাড়াও সিনেমাটির অভিনয়শিল্পীদের মাঝে আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশার প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তারকাদের বিরুদ্ধে পুলিশ কনস্টেবলের মামলা

একঝাঁক তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশের এক কনস্টেবল। মামলায় রয়েছেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য…

১৯ এপ্রিল অভিনয় শিল্পী সংঘের নির্বাচন

অভিনয়শিল্পীদের বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে…

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট

শোনা যাচ্ছে, হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট অভিনয় ছেড়ে দিচ্ছেন। এমনই গুঞ্জন চলছে টিনসেল টাউনে।…
Exit mobile version