Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

পহেলা বৈশাখের মোটিফ শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

এবারের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পহেলা বৈশাখে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়ব বানিয়েছেন- এমন কথা ছড়িয়ে তার বাড়িতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ’।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরো লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন’।

তিনি লিখেছেন, ‘গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিল। তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে!’ এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’।   

সবশেষে ফারুকী লেখেন, ‘পাহাড় থেকে সমতলজুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল। এক অন্যরকম আবেশ সবার মনে। আর এসময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’

গত ১৫ এপ্রিল রাতের কোনো এক সময় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাড়ির একটি ঘর পুড়ে গেছে।

শিল্পী মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের একটি মোটিফ তৈরি করেছেন। কারো মুখাবয়ব তিনি তৈরি করেননি। এ বিষয়ে বুধবার ১৬ এপ্রিল নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে মানবেন্দ্র লেখেন, ‘আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে’।

বিষয়টি নিয়ে সংবাদকর্মীদের মানবেন্দ্র বলেন, গত ১৩ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে একটি গ্রুপ মিথ্যাচার শুরু করে। আমি নাকি ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানোর কাজ করছি। এ নিয়ে আমাকে নানাভাবে হুমকি প্রদর্শন শুরু করে ওই গ্রুপটাতে। তখন আমি  নিরাপত্তাহীনতার কারণে থানায় সাধারণ ডায়েরি করি। পরে আমাকে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আমার পৈত্রিক বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। বর্তমানে আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় কোনো মামলা করেছেন কিনা এমন প্রশ্নে তিনি শুধু বলেন, মামলা করবো। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার মুখাবয়ব তৈরির ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘চাক দে ইন্ডিয়া’ অভিনেত্রী ও ক্রিকেটার জহির খানের ঘরে পুত্রসন্তান

‘চাক দে ইন্ডিয়া’ গার্ল এখন মা! সাগরিকা-জহির দম্পতির ঘরে এলো ছোট্ট রাজপুত্র ফতেহসিং, বলিউডে খুশির হাওয়া। ‘চাক…

সাইফ আলি পুত্রের সিনেমায় অভিষেক, দাদি শর্মিলার সমালোচনা

রূপালি দুনিয়ায় অভিষেক হল বলিউড অভিনেতা সাইফ আলি খান পুত্র ইব্রাহিম আলী খানের। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম…

৭৮তম কানে নেই কোন কোরিয়ান সিনেমা, মনোনয়ন পেল যারা

আগামী ১৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৮তম কান ফিল্মের আসর। ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে আয়োজিত হবে…
Exit mobile version