৫ সেপ্টেম্বর ২০২৪। বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। তাকে বলা হয় । আজ এই পল্লী গানের সম্রাট বাবার মৃত্যুবার্ষিকীতে দেশের বেসরকারি একটি টেলিভশন চ্যানেলের লাইভ শো-তে আসছেন তার মেয়ে সংগীতশিল্পী নুরজাহান আলীম।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্ট্যাটাস শেয়ার করে নুরজাহান আলীম জানিয়েছেন, ‘আজ ৫ সেপ্টেম্বর, আমার বাবা পল্লী সম্রাট আব্দুল আলীমের ৫০তম প্রয়াণ দিবস। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
সংগীতশিল্পী আরও যোগ করেন, ‘এই প্রয়াণ দিবসকে স্মরণ করে এটিএনবাংলা লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জে’ আসছি আজ রাত ১০.৫০ মিনিটে। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।’
উল্লেখ্য, কণ্ঠস্বরের অসাধারণ প্রতিভা নিয়ে ১৯৩১ সালের ২৭ জুলাই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল আলীম। মাত্র ১৩ বছর বয়সে তার গানের প্রথম রেকর্ড হয়। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’সহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে গান করেছেন আব্দুল আলীম। সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রটি হলো ‘লালন ফকির’। ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) মৃত্যুবরণ করেন তিনি।