বেশ কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সাথে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক চলছে বলে ধারণা করছেন নেটিজেনরা। তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দিয়েছে। শেখ সাদীর মায়ের পাঠানো নানান পদের পিঠাপুলির ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেও ইঙ্গিতে সম্পর্কের বিষয়টি জানান দেন পরীমনি। তবে, কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, দুজনের প্রেম ভেঙে গেছে।
ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনে দুই ধরনের পোস্ট দিয়েছেন। পরীমনি ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদী তিনটি ডট দিয়েছেন। দুজনের পোস্টে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন।
শেখ সাদীর পোস্টে কেউ মন্তব্য করেছেন, ‘শেষ পর্যন্ত পরীটাও ছ্যাঁকা দিয়ে দিল।’ আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদী ভাই।’ অন্যদিকে পরীমনি তার ব্ল্যাকমেলার পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকে সাদীকে ট্যাগ করছেন। কেউ লিখছেন, ‘শেখ সাদী কিছু একটা করছে সম্ভবত।’ তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
জানা গেছে, পরীমনি ও শেখ সাদীর প্রেমের সম্পর্ক ভাঙার পেছনে পরীমনির বাসায় অল্প কয়েক দিন কাজ করতে আসা একজন গৃহকর্মীকে দায়ী করেছেন তাঁদের একাধিক ঘনিষ্ঠজন। সন্তানের দায়িত্বে নিয়োজিত থাকা সেই গৃহকর্মীকে কাজে অবহেলার কারণে পরীমনি তাঁর বাসা থেকে বের করে দেন। এরপর সেই গৃহকর্মী পরীমনি ও শেখ সাদীকে নিয়ে নানা ধরনের মুখরোচক কথা ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে বলেন।
পরীমনির ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, এসব মিথ্যা ও বানোয়াট। গৃহকর্মীর দেওয়া এসব বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য দুজনের সম্পর্কে মারাত্মকভাবে প্রভাব পড়েছে বলেও জানান তাঁরা। পারিবারিক ও সামাজিকভাবে দুজনের ইমেজ সংকটে পড়ে। এরপর কিছুদিন পরই দেখা যায়, পরীমনি ও সাদী দুজনে দুজনকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।