৫০ বছর পূর্তি উদযাপন করতে বেশকিছু কার্যক্রম হাতে নেয়ার কথা গণমাধ্যমে প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড সোলস। ৬ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যান্ডটি তিনটি লোগো উন্মোচন করেছে । যেগুলোর ডিজাইন করেছেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ নেওয়াজ। আর সেগুলো সবার সামনে উন্মোচন করেছেন সোলস-এর প্রাক্তন তিন সদস্য নেওয়াজ, পিলু খান ও র্যালি। সাথেই উপস্থিত ছিলেন ব্যান্ডের বর্তমান সদস্যরা। দর্শকদের ভালোবাসা পেয়েই এত দূর আসা। সামনের পথ পাড়ি দেয়াও হবে তাদের সহযোগিতায়। তাই দর্শকদেরই দেয়া হয়েছে তিনটি থেকে যেকোন একটি লোগো বাছাই করার দায়িত্ব। ইতিমধ্যেই লোগো তিনটি ভোটিংয়ের জন্য সোলসের অফিসিয়াল পেইজ ও পার্থ বড়ুয়ার ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বেশি ভোট পাওয়া লোগোটিই হবে ৫০ বছর পূর্তির উৎসবের লোগো। শুধু কী তাই? রজতজয়ন্তীতে সোলস অনুরাগীদের কাছে নতুন গানও আহবান করেছে। সেখান থেকেই সেরা ১০টি গান বাছাই করা হবে। পরবর্তীকালে এই গানগুলো হবে উৎসবের অংশ। SOULSFIFTY@GMAIL.COM ইমেইলে গান পাঠানোর জন্য আহবান করা হয়েছে। আর তা পাঠানোর শেষ সময় ১৫ জুলাই ২০২৩।
সিলভার প্লে-বাটন অর্জন করলো চিত্রালীর ইউটিউব চ্যানেল
দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম চিত্রালীর ইউটিউব চ্যানেল ‘চিত্রালী’ (Chitralee) ইউটিউব কর্তৃপক্ষ থেকে…