সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, মাঝে মাঝে রাতে তিনি তিনশ’ ফিটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের হোটেল ওয়েস্টিনে। তার এই বক্তব্য রীতিমতো ঝড় তোলে দেশজুড়ে। শুরু হয় আলোচনা সমালোচনা।
ব্যাপক তর্ক বিতর্কের সাথে নীলা মার্কেটের হাঁসের চাহিদাও যেন বেড়ে গেছে। সেই সূত্রধরেই এবার নীলা মার্কেট ও হাঁসের মাংস প্রসঙ্গে কথা বললেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।
এক সাক্ষাৎকারে রাজধানী ঢাকার ৩০০ ফিটে অবস্থিত নীলা মার্কেটে হাঁসের মাংসের স্বাদ নিতে যাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বর্ষার জানান, ‘আমি শুনেছি নীলা মার্কেটের হাঁসের মাংস বেশ মজার। আমি খুব শিগগিরই যাব। এটা নিয়ে খুব কথা হচ্ছে শুনতেছি। আমি সত্যি যাব হাঁসের মাংস খেতে।’
সাক্ষাৎকারে উঠে আসে স্বামী অনন্ত জলিলের প্রসঙ্গও। বর্ষা বলেন, ‘ও খুব বাঙালি ধাচের একটা ছেলে। যখন সে ডায়েট করে তখন ফুল ডায়েট করে। আবার যখন ডায়েট করে না তখন প্রতিদিনে একটু বাঙালি খাবার খেতেই হবে।’
এর আগে, বর্ষা ঘোষণা দিয়েছিলেন অভিনয় ছেড়ে দেবেন। তবে হাতে রয়েছে তার কয়েকটি ছবি। এগুলো শেষ করেই অভিনয় ছাড়বেন বলে জানান তিনি।