তারকা নয় শিক্ষিত মানুষ চেয়ে পোস্টার লাগানো হয়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের নির্বাচনী এলাকা বসিরহাটে। কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখেই বসিরহাটে দেখা মিললো তারকা বিরোধী পোস্টারের।
হিন্দুস্তান টাইমসের সূত্রানুসারে, এমন নজির মিলেছে বসিরহাটের মিনাখাঁ বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি-সহ বিভিন্ন এলাকায়।
একটি পোস্টারে লেখা, অভিনেত্রী বা অভিনেতা নয়, সৎ ও শিক্ষিত মানুষ চাই।” অন্য একটি পোস্টারে আবার লেখা, “লোকসভার প্রার্থী হিসেবে বহিরাগত কাউকে চাই না।” পোস্টার গুলোর নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, বসিরহাট লোকসভা কেন্দ্র।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই পোস্টারগুলো নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। নাম উল্লেখ করা না থাকলেও কারোই বুঝতে বাকি নেই এগুলো যে মূলত অভিনেত্রী নুসরাতের বিরোধীতা করেই লাগানো হয়েছে। কারণ তাদের দলের একাংশ নাকি নুসরাতের সংশ্লিষ্টতা চান না দলটির সাথে।
উল্লেখ্য যে, ব্যক্তিগত জীবনের নানান বিতর্ক পেছনে ফেলে অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ভক্ত ও অনুরাগীদের চমকে দিয়েছিলেন নুসরাত। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে এবার সেই এলাকা থেকেই তোপের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে।
তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি নুসরাত।