‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমার পর লাপাত্তা হয়ে গেছেন এই অভিনেত্রী। বেশ ধীরগতিতেই এগোচ্ছেন বলা যায়। সাম্প্রতিক কাজসহ নানা প্রসঙ্গে দেশের গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। কি কথা হয়েছে চলুন জেনে নেওয়া যাক।
কেন অন্যদের তুলনায় বেশি বেশি কাজ করছেন না জানতে চাইলে অভিনেত্রী বলেন, আমি শুরু থেকেই বাছবিচার করে কাজ করছি। একটি চিত্রনাট্য পেলাম আর ঝাঁপিয়ে পড়লাম, বিষয়টা এমন নয়। শুধু শুধু কাজের সংখ্যা বাড়াতে চাই না। দর্শক যদি কোনো কাজ গ্রহণই না করে, সেটা করে লাভ নেই। ব্যক্তিগত জীবনের মতোই ক্যারিয়ারে তাড়াহুড়া নেই।
তার এই ধীরে চলার নীতি কবে কেন নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুতে। তখন নায়িকা চরিত্রের গতানুগতিক প্রেমের গল্পের প্রস্তাব আসছিল। বেশির ভাগ গল্পে একজন নায়কের সাপোর্টিভ ক্যারেক্টারের চরিত্রের প্রস্তাব পেতাম, যাকে নামমাত্র নায়িকা হিসেব দরকার। কিন্তু তথাকথিত বাংলা সিনেমার নায়িকা হতে চাইনি। ভালো চরিত্রের অপেক্ষা করেছি। সেই জায়গা থেকে দিনের পর দিন ক্যারিয়ারে ঝুঁকি নিয়েছি, ধৈর্য ধরেছি।
নামমাত্র নায়িকা কেন হতে চাননি নাজিফা তুষি জানতে চাইলে তিনি ব্যাখ্যা করে বলেন, “নায়িকা নয়, আমি নিজেকে অভিনেত্রী মনে করি। শুরুতে আমার গ্ল্যামারকে সেল করা বা শুধু সৌন্দর্য দেখে আমাকে কেউ ডাকুক, সেটা চাইনি।
নাজিফা তুষি প্রথম আইসক্রিম সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটান। এরপর করেন বিখ্যাত হাওয়া সিনেমা। সামনে আসতে যাচ্ছে তার দুটি সিনেমা ও সিরিজ। ‘রইদ’ সিনেমার শুটিং শেষ হয়েছে। ‘রঙ্গমালা’র কিছু শুটিং বাকি আছে। এছাড়াও, আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি সিরিজ করেছেন তুষি, সামনেই মুক্তি পাবে। নতুন আরেকটি সিনেমার কাজের প্রস্তুতি নিয়ে চলছে এই নায়িকার। নাম প্রকাশ না করলেও জানা গেছে সিনেমাটির নাম ‘আন্ধার’। এটি একটি ভৌতিক গল্প। পরিচালনা করবেন রায়হান রাফী।