Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া!

ঐশ্বরিয়া রাই | ছবি: ইনস্টাগ্রাম

বলিউড তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়াকে নিয়ে চলমান বিচ্ছেদের গুঞ্জনকে যেন আরও পারদ দিলো ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ভিডিও। যেখানে নিজের নাম থেকে বচ্চন পদবী বাদ দিতে দেখা গেছে অভিনেত্রীকে।

সম্প্রতি গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে গিয়েছিলেন ঐশ্বরিয়া। দুবাই উইমেন ইস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পিছনে স্ক্রিনে ফুটে ওঠে শুধুমাত্র ‘ঐশ্বরিয়া রাই’ নামটি।  

দুবাই উইমেন ইস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পোষ্টের স্ক্রিনশর্ট

বরাবরই অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করে থাকেন। তবে হঠাৎ সেটাকে না দেখে, আবার উঠছে অভিষেকের সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গ।

দুবাই উইমেন ইস্টাবলিশমেন্টের সেই পোস্টে ভেসে বেড়াচ্ছে নেটিজেনদের নানাবিধ মন্তব্য। কেউ লিখেছেন, ‘গর্জিয়াস। যারা কিছুদিন আগে ঐশ্বরিয়াকে তার লুক নিয়ে ট্রোল করেছিল, তারা আজ কোণায় বসে কাঁদছে।’ আরেকজন লিখেছেন, ‘সুন্দরী, স্মার্ট, ঐশ্বরিয়ার তুলনা ঐশ্বরিয়া নিজেই।’ কেউ কেউ আবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, ‘কেউ কি দেখেছে, নামের থেকে বচ্চন মিসিং।’ কেউ অবাক হয়ে লিখেছেন, ‘আমি এখনও ভাবতে পারি না, ওর মতো মেয়েরও বিয়েতে সমস্যা হতে পারে!’

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ঐশ্বরিয়া একটি সিলভার কাজ করা নীল গাউনে দেখা গেছে। তার গ্ল্যমারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল স্মোকি আই। খোলা চুলে সফট কার্লে মোহনীয় লাগছিল এই অভিনেত্রীকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজ দেশে মুক্তি পেল নেপালী সিনেমা ‘মিসিং’

আজকে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেয়েছে নেপালি সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। স্টার সিনেপ্লেক্সের…

রিনা খানকে সাইকেল উপহার দিয়েছিলেন জিয়াউর রহমান

সম্প্রতি ছেলের মামলার বিষয়ে আলোচনায় এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। গত আওয়ামী লীগ…

মুক্তির এক বছর আগেই ওডিসি সিনেমার টিকিট বিক্রি শুরু

ক্রিস্টোফার নোলানের আসন্ন ছবি দ্য ওডিসির টিকিট বিক্রি শুরু হয়েছে। সিনেমাটি মুক্তির এক বছর পুর্বেই শুরু হয়েছে…
Exit mobile version