দেব-রুক্মিণী জুটিকে ঘিরে গুঞ্জন ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্কের নানান মুহূর্ত সংবাদ শিরোনামে উঠে এসেছে বারবার। তবে এবারের গুঞ্জনটি নতুন ঘর বাঁধার। ভিন্ন এক শহরে পাড়ি জমাচ্ছেন এই জুটি।
সম্প্রতি কিছু মহল থেকে দাবি উঠেছিল, এই জনপ্রিয় জুটির সম্পর্কে নাকি ফাটল ধরেছে। তবে সেইসব জল্পনাকে একেবারেই গুরুত্ব না দিয়ে দেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “১২ বছর ধরে সম্পর্কে আছি, কখনও এ নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেন কৈফিয়ত দেব? কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না।”
তাদের দুইজনের ভবিষ্যৎ নিয়ে এক চমকপ্রদ তথ্য দিয়েছেন দেব।
তিনি জানিয়েছেন, রুক্মিণীর সঙ্গে তিনি মুম্বাইতে থাকার পরিকল্পনা করছেন। মুম্বাইয়ে বেড়ে ওঠা দেব জানিয়েছেন, “মুম্বাই থেকে প্রচুর কাজের অফার আসছে। মাসে অন্তত দশ দিন ওখানে থাকতে হয়। সিনেমার নানা টেকনিক্যাল কাজ, মিউজিক রাইটস, ফাইট মাস্টার, কোরিওগ্রাফার—সবই এখন মুম্বাই কেন্দ্রিক। তাই হোটেলে না থেকে এবার ওখানেই ফ্ল্যাট কেনার কথা ভাবছি।”
দেব আরও বলেন, “আমাদের ‘প্রজাপতি ২’-এর মিউজিক মিক্সিংও মুম্বাইতেই হচ্ছে। আমি থাকলে কাজ আরও সহজ হবে। হোটেলে থাকতে খরচও বেশি, তাই ফ্ল্যাট কেনার পরিকল্পনা।
সম্প্রতি এক ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, রুক্মিণীর কেরিয়ার নিয়েও তিনি অত্যন্ত আশাবাদী। দেব বলেন, “২০২১ সাল থেকে রুক্মিণী মাসে চার-পাঁচ দিন মুম্বাই যায়, অডিশন দেয়, মিটিং করে। ও অনেকদিন ধরেই মুম্বাইতে শিফট করতে চাইছে, কিন্তু একা সাহস পায়নি। আমি মনে করি, ও জাতীয় স্তরের অভিনেত্রী, ওর পাশে থাকাটা আমার দায়িত্ব।”
এর আগে টালীউড থেকে টোটা রায়চৌধুরি, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ-এর মতো তারকারা বলিউডে নাম লিখিয়েছেন। এবার হয়তো সেই তালিকায় দেব-রুক্মিণীর নামও দ্রুতই যোগ হতে চলেছে।