২০২৫ সালের শুরুটা দারুণ হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণির। ৬ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া পোস্টে সেই সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন তিনি।
মাতৃত্বকালীন বিরতি ভেঙে টালিউডে পরীমণির প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ দিয়েই আগামী বছরটা শুরু করতে যাচ্ছেন আলোচিত এই ঢাকাই নায়িকা। শুক্রবার, নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওপারবাংলার অভিনেতা সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন চিত্রনায়িকা পরীমণি।
পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আগামী ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে।’
এই সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। আর তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী মধুমিতা সরকার।
‘ফেলুবক্সী’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে পরীমণি জানিয়েছেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, সেটা মুক্তির পর দর্শকেরাই বলতে পারবেন।’
উল্লেখ্য, থ্রিলার ঘরানার ‘ফেলুবক্সী’ সিনেমার নাম শুনে গল্প বিচার করতে অনুরোধ রয়েছে নির্মাতা দেবরাজ সিনহার।