Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে ফিরছে লিনকিন পার্ক

রক ব্যান্ড লিনকিন পার্কের সদস্যরা | ছবি: ফেসবুক

সুদীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে নতুন করে ফিরছে নব্বইয়ের দশকের জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক। ৬ সেপ্টেম্বর লাইভস্ট্রিমিংয়ের নিজেদের ফেরার কথা নিশ্চিত করে দলটি।

শুরুর দিকে লিনকিন পার্কের নাম ছিল জিরো। সেখান থেকে এ পর্যন্ত ব্যান্ডটির বৈচিত্র্যময় যাত্রাকে স্মরণে রেখে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘ফ্রম জিরো’, প্রকাশ পাবে ১৫ নভেম্বর। প্রত্যাবর্তনের ঘোষণার দিন প্রকাশ করা হয়েছে এ অ্যালবামের প্রথম গান ‘দ্য এমটিনেস মেশিন’।

এবার ব্যান্ডটির পুরোনো সদস্যদের পাশাপাশি তাদের সাথে যুক্ত হয়েছে নতুন মুখ—এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন।

২০০০ সালে লিনকিন তাদের প্রথম অ্যালবাম ‘হাইব্রিড থিওরি’ প্রকাশের পর আলোড়ন পড়ে যায় দিকে দিকে। বিশ্বের প্রভাবশালী জনপ্রিয় ব্যান্ড লিনকিন পার্কের ভাঙন ধরে ২০১৭ সালে, দলটির লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের মৃত্যুর পর।

সবশেষ অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’ প্রকাশের দুই মাসের মাথায় আত্মহত্যা করেন ব্যান্ডটির গায়ক চেস্টার বেনিংটন। মাত্র ৪১ বছর বয়সে তার আকস্মিক বিদায় ভেঙেচুরে দেয় লিনকিন পার্ককে। ২০১৭ থেকে ২০২৪—এই সাত বছর বন্ধ ছিল ব্যান্ডটির কার্যক্রম। এ সময় কয়েকটি পুরোনো গান নতুন করে প্রকাশ করা ছাড়া কোনো কিছুতে পাওয়া যায়নি লিনকিন পার্ককে। সঙ্গী হারানোর শোক পেরিয়ে দীর্ঘ বছর পর আবার মঞ্চে দেখা দিলেন মাইক শিনোডা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেলরা।  

উল্লেখ্য, ফ্রম জিরো অ্যালবাম প্রকাশ উপলক্ষে একই শিরোনামে সংগীতসফর করবে লিনকিন পার্ক। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, হামবুর্গ, লন্ডন, সিউল ও কলম্বিয়ায় আয়োজিত পাঁচটি শোতে পারফর্ম করবে তারা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পরীমনি ও সাদীর প্রেম ভাঙার গুঞ্জন, পরী কাকে প্রতারক বললেন

বেশ কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সাথে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক চলছে বলে ধারণা…

কাকে বিয়ে করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী?

বিয়ের বাগদান সম্পন্ন করেছেন টলিউড এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। দীর্ঘ প্রেমের পর অবশেষে…

তারকাদের বিরুদ্ধে পুলিশ কনস্টেবলের মামলা

একঝাঁক তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশের এক কনস্টেবল। মামলায় রয়েছেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য…

১৯ এপ্রিল অভিনয় শিল্পী সংঘের নির্বাচন

অভিনয়শিল্পীদের বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে…
Exit mobile version