১১ অক্টোবর মারা গেছেন বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন, ডোরেমনের কণ্ঠশিল্পী নোবুয়া ওইয়ামা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
ওইয়ামার ট্যালেন্ট এজেন্সির বরাতে মার্কিন গণমাধ্যম এএফপি জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিতক কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওইয়ামা। তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়রা যোগ দেয়।
২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ওইয়ামা নীল রঙের বিড়াল ডোরেমনের কণ্ঠ দিয়েছেন। তিনি অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা তার জায়গা নিলেও ‘ডোরেমনের কন্ঠ’ হিসেবে তিনিই পরিচিত এবং অন্যান্য শিল্পীরাও তার মতো করেই কণ্ঠ দিয়েছেন।
উল্লেখ্য, উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রথমবারের মতো ম্যাঙ্গা স্ক্রিপ্ট হিসেবে জন্ম হয় ডোরেমনের। পরবর্তী কয়েক দশকে এটি জনপ্রিয় হয়ে উঠে।