Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

তুফানি তারকাদের মিলনমেলা

‘তুফান’ সিনেমার সংবাদ সম্মেলন থেকে । ছবি: চরকি

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের সামনে এলো দর্শক উন্মাদনার তুঙ্গে থাকা বহুল প্রতীক্ষিত ঈদের সিনেমা ‘তুফান’ এর তারকারা। তারকাবহুল এই আয়োজনে উপস্থিত ছিলেন ‘তুফান’ ছবির তারকা শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী এবং পরিচালক রায়হান রাফি। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল ও ডিজিটাল পার্টনার চরকির সিইও রেদওয়ান রনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমাটি তৈরির নানা অজানা কথা। শিল্পীরা তাদের অভিজ্ঞতার গল্প শোনান সবাইকে। সেই সাথে প্রকাশ করা হয় তুফানের মুক্তির তারিখ সহ আরো অনেক কিছু।

‘তুফান’ সিনেমার সংবাদ সম্মেলন । ছবি: চরকি

তুফান সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা শাকিব খান বলেন, ‘দর্শক এভাবেই আমাদের পাশে থাকলে তুফান ইতিহাস গড়বে।’

ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী বলেন, ‘মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল।’

অভিনেত্রী মাসুমা রহমান বলেন, ‘এত বছর পর বড় পর্দায় ফিরছি তুফান দিয়ে। সবার এত সাড়া আর আগ্রহ দেখে মনে হচ্ছে প্রথম সিনেমার পর এত বছরের অপেক্ষাটা বৃথা যায়নি।’

দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ তুফানের এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য।’

পরিচালক রায়হান রাফি বলেন, ‘তুফান এমন একটা ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। তুফান তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে।’

ঈদুল আজহায় দেশব্যপী মুক্তি পাচ্ছে ‘তুফান’। আলফা আই স্টুডিওস লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্র নিয়ে এরই মধ্য দেশব্যপী ঝড় উঠেছে। ঢালিউড মেগাস্টার শাকিব খানের লুক, প্রীতম হাসানের গান, চঞ্চল চৌধুরীর উপস্থিতি- সব মিলিয়ে দর্শকের আগ্রহের পারদ এখন সব মাত্রা ছাড়িয়ে গেছে। দেশের প্রধান প্রধান মাল্টিপ্লেক্স ও বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহগুলো এরই মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে ‘তুফান’ প্রদর্শনের।

‘তুফান’ এ বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে একই প্রত্যাশা করছেন ছবিটির ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর এসভিএফ। দর্শকদের বিপুল প্রতিক্রিয়ায় এসভিএফ-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বেশ আনন্দিত ও আশাবাদী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজমেরি হক বাঁধন সত্যি কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? 

আজমেরি হক বাঁধন ও রাজনীতি অভিনেত্রী আজমেরী হক বাঁধন সবসময়েই নেটিজেনদের আলোচনায় থাকেন। এবার তাকে ঘিরে সামাজিক…
আজমেরি হক বাঁধন

পর্দা নেমেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

৯ দিনে প্রদর্শিত হয় ৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র পর্দা নেমেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের । রবিবার বিকেলে…
পর্দা নেমেছে ঢাকা চলচ্চিত্র উৎসবের

হঠাৎই তারকা ট্রেন্ডিংয়ে ২০১৬ সালের ছবি

১০ বছর আগের স্মৃতিতে ফিরছেন তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ তারকা ট্রেন্ডিংয়ে ২০১৬ সালের ছবি।  নিউজফিড যেন…
হঠাৎই তারকা ট্রেন্ডিংয়ে ২০১৬ সালের ছবি

ডাকসুর কনসার্টে সিগারেট বিতরণ নিয়ে বিতর্ক

বিনা মূল্যে সিগারেট বিতরণে তীব্র সমালোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ নিয়ে চলছে…
ডাকসুর কনসার্টে সিগারেট বিতরণ নিয়ে বিতর্ক
0
Share