চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হওয়ার কথা রয়েছে ৫ অক্টোবর থেকে। টাইগারদের বিশ্বজয়ের নতুন মিশনে পাশে থাকতে তার আগেই মাঠে নামতে যাচ্ছেন বিনোদন জগতের তারকারা। ক্রিকেট খেলবেন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক ও গায়ক-গায়িকারা!
‘আমরা বিশ্বকাপ চাই’ স্লোগানে বিশ্বকাপ জয়ের মিশনকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। আয়োজনটি করছেন জি নেক্সট।
জানা গেছে, আটটি দল অংশ নিতে যাচ্ছে এই আয়োজনে। প্রত্যেকটি দলের উপদেষ্টা হিসেবে থাকবেন সাবেক একজন ক্রিকেট তারকা। আর এই দলগুলোর নেতৃত্বে থাকবেন একজন করে নির্মাতা। এই নির্মাতারা হলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন ও শিহাব শাহীন। আর অন্য একটি দলের নেতা এখনও চূড়ান্ত হয়নি। এই টিমের মালিক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।
তো বিনোদন অঙ্গন হতে ক্রিকেটের ময়দানে নামছেন কোন তারকারা?
এই তালিকায় রয়েছেন পরীমণি, আফরান নিশো, সাইমন সাদিক, সিয়াম আহমেদ, তমা মির্জা, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের প্রমুখ। খেলায় অংশ নিতে বেশ কিছুদিন ধরেই নাকি চলছে অনুশীলন।
২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন ধরে অনুষ্ঠিত হবে তারকাদের ক্রিকেট খেলার এই টুর্নামেন্ট। ভেন্যু নির্ধারণ করা হয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়াম।
সেরা হওয়ার পাশাপাশি প্রতিটি দলেরই মূল লক্ষ্য ক্রিকেটের উম্মাদনা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আর টাইগারদের শুভ কামনা দেওয়ার ব্যাপার তো আছেই।