‘হাউজ অব দ্য ড্রাগন’ সিরিজে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী এমা ডি’ আর্সি। এবার সুপারস্টার টম ক্রুজের সাথে জুটি বাঁধছেন এই অভিনেত্রী।
অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিতুর আসন্ন চলচ্চিত্রে দেখা যাবে অভিনেত্রী এমা ও টম ক্রুজকে। যুক্তরাজ্যের পাইউড স্টুডিওসে সিনেমাটির শুটিং চলছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন-কে টমের সঙ্গে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেছেন, “আলেহান্দ্রো এবং টমের মতো অসাধারণ ও নিখুঁত শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তারা দুজনেই নিজেদের কাজের ক্ষেত্রে মাস্টার এবং তাদের একসাথে কাজ করতে দেখা এক বিশাল সৌভাগ্যের বিষয়’’।
গত বছরের ডিসেম্বরে ওয়ার্নার ব্রাদার্স এবং লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট ঘোষণা দিয়েছিল যে গঞ্জালেজ ইনারিতুর নতুন চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। এতে গনজালেস ইনারিতু আবারও তার ‘বার্ডম্যান’ চলচ্চিত্রের সহ-লেখক আলেকজান্ডার ডিনেলারিস এবং নিকোলাস জিয়াকোবোনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এবার চিত্রনাট্যকার হিসেবে তাদের সাথে যুক্ত হয়েছেন সাবিনা বিয়ারম্যান।
তবে সিনেমাটি ছাড়াও অভিনেত্রী এমা ডি’ আর্সির দর্শকপ্রিয় সিরিজ ‘হাউজ অব দ্য ড্রাগন’- এর তৃতীয় সিজনের অপেক্ষায় আছে দর্শকরা।