বলিউডের এসময়ের অন্যতম অভিনেত্রী জাহ্নবী কাপুর। যিনি বর্তমানে আলোচনায় আছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার জন্য। সিনেমাটির জন্য দর্শকদের বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি। এই ছবির প্রচার করতে গিয়েই অভিনেত্রী জানালেন তার বদভ্যাসের কথা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, একটি সাক্ষাৎকারে জাহ্নবী কথা বলছিলেন নানান বিষয়ে। এর মাঝে উপস্থাপক অভিনেত্রীকে প্রশ্ন করেন হোটেল থেকে তিনি কখনও কিছু চুরি করেছেন কিনা। উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ বেশ কয়েকবার। বালিশ।‘ উপস্থাপক জাহ্নবীকে ফের প্রশ্ন করেন হোটেল কর্তৃপক্ষের অনুমতি ছিল কিনা। এরপর একটু হাসি দিয়ে নায়িকা জানান, ‘মাঝেমাঝে’।
হোটেল থেকে বালিশ নিজের সাথে নিয়ে আসার ব্যাপারে কথা বলতে গিয়ে জাহ্নবী আরও বলেন, ‘আমাকে প্রায় সময়ই বিভিন্ন হোটেলে থাকতে হয় শুটিংয়ের কারণে। অনেক সময় দীর্ঘ সময় আমাকে বিমানে থাকতে হয়। তখন আমার বালিশ লাগে। এর কারণ- আমি বাসা থেকে নিজের বালিশ আনতে ভুলে যাই।’
এরপর ছোটবেলা নিয়ে স্মৃতিচারণ করেন জাহ্নবী। তিনি বলেন, ‘ছোটবেলায় বাবা-মায়ের সাথে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি আমি। বিশেষ করে ডিজনি ল্যান্ডে, আর সেখানকার দোকানগুলোতে টাকা দিতে হয় না বাচ্চাদের।’
অভিনেত্রী যোগ করেন, ‘ডিজনির বাইরের দুনিয়াতে যে অর্থ লেনদেন আছে এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। তাই প্রায় সময় বাইরে গেলে আমি দৌড় দিয়ে কোনও দোকানে ঢুকে নিজের ইচ্ছা মত খেলনা নিতাম। সেই খেলনা নিয়ে দৌড়ে বাবা মায়ের কাছে গিয়ে বলতাম দেখো আমি কি পেয়েছি। আসলে ছোটবেলায় আমি অর্থ লেনদেনের বিষয়টা বুঝতাম না। বাবা-মা প্রায় সময় আমাকে বলতো আমি চোর। এমনকি এখনও আমাকে বাবার কাছে শুনতে হয় তুমি চোরের মত ছিলে।’
প্রসঙ্গত, বলিউডের অভিনেত্রী শ্রীদেবী এবং প্রযোজক বনী কাপুরের মেয়ে জাহ্নবী। মায়ের পথে হেঁটে ২০১৮ সালে অভিনয় জগতে পা রেখেছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ খ্যাত এই অভিনেত্রী। তার অভিনীত প্রথম সিনেমা ছিল- ‘ধড়ক’।