অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত সফর শেষে দেশে ফিরে ঈদুল আজহা উদযাপন করেছেন চিত্রনায়ক জায়েদ খান। আর ঈদকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা একটি ভিডিও পোস্ট করলে আবারও নতুন করে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।
নতুন ভিডিওতে জায়েদকে দেখা গেছে ঢালিউডের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সাথে। পোস্টের ক্যাপশনে জায়েদ লিখেছেন, ‘ঈদ সালামী কত পেলাম?’। মূলত ডিপজল থেকে ঈদের সালামী নেয়ার মুহূর্তটি জায়েদ ধারণ করেছেন তার ক্যামেরায়। ভিডিওতে দেখা যায়, ডিপজলকে সালাম করছেন জায়েদ। এরপর ডিপজল তাকে এক বান্ডিল টাকা সালামি দিচ্ছেন।
সালামি নেয়ার পর ভিডিওটিতে জায়েদ খান দর্শকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন ডিপজলের প্রয়াত বড় ভাইয়ের কথা। এছাড়াও এবার গাবতলির পশুর কোরবানির হাট লিজ নিয়েছিলেন ডিপজল। সেই প্রসঙ্গেও কথা বলেছেন জায়েদ।
তবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও সালামি কত টাকা পেয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি তিনি। ফলে ভিডিওটি পোস্ট করার পর থেকে জায়েদের ভক্ত ও অনুরাগীরা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এর আগে ১৭ জুন, অর্থাৎ ঈদের দিন জায়েদ খান তার মা-বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, ‘তোমাদের ছাড়া ঈদ। তোমাদের সালাম করা ছাড়া দিন শুরু হওয়া ঈদ। তোমাদের সালামি পাওয়া ছাড়া ঈদ। তোমাদের কপালে চুমু খাওয়া ছাড়া ঈদ। এখন আর ঈদ মনে হয় না। সারা জীবন এই শূন্যতা বয়ে বেড়াতে হবে।‘ সবশেষে ঈদের দিন তার মা-বাবাকে মিস করার কথা জানান অভিনেতা।