Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬

‘ছাগলকাণ্ড’ নিয়ে পলাশের মতামত

জিয়াউল হক পলাশ | ছবি: ফেসবুক

২০২৪ সালের ঈদুল আজহায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মুশফিকুর রহমান ইফাতের ‘ছাগলকাণ্ড’। এ প্রসঙ্গে সম্প্রতি নিজের মতামত প্রকাশ করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

মূলত সংগৃহীত একটি লেখা নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন পলাশ। অভিনেতার সেই পোস্টটিতে লেখা, ‘এইসব কোটিপতির ছেলে মেয়েদের ল্যাভিস লাইফ আর বিলাস বহুল রঙিন জীবন নিয়ে হাজারো অভিযোগ শেষ হলে আমরা বুঝি, আমাদের বাবারা আমাদের ছাগল কিনতে ১৫ লাখ টাকা দিতে না পারলেও, “আমার বাবা একজন সৎ বাবা” এটুকু বলার ফ্লেক্সটা আমাদের দিয়েছেন। অন্তত এই বয়সে এসে বুঝি, এই পরিচয়ের, এই গর্বের দাম কতটা বেশি।’

পোস্টে আরও লেখা, ‘১৫ লাখ কেন, ১৫ কোটি টাকা দিয়েও কি এই গর্ব কেউ কিনতে পারবে? “তোমার বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন” এই একটা বাক্য শোনার মধ্যে যত শান্তি, সারা দুনিয়ার সব অডি নিয়াসলেও কি সেই শান্তি পাওয়া সম্ভব? বাবার সততার চেয়ে বড় আভিজাত্য একজন সন্তানের জন্য আর কিছু হতে পারে না। কিচ্ছু না।’

বামে ইফাত ও তার বাবা মো. মতিউর রহমান, ডানে ১৫ লাখ টাকার ছাগলের সাথে ইফাত । ছবি: গুগল

প্রসঙ্গত, ছাগলকাণ্ডে আলোচিত ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান। ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কেনার পর ইফাতের কর্মকাণ্ডে বিতর্কের সৃষ্টি হলে একপর্যায়ে ছেলেকে নিজের সন্তান বলে অস্বীকার করেন মতিউর। ছেলেকে অস্বীকার করলে আরও বিপাকে পড়েন রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা।

ইফাতের ছাগলকাণ্ডের পরই তার বাবার অস্বাভাবিক সম্পদের হিসাব ও অতীতের বিভিন্ন কর্মকাণ্ড উঠে আসতে থাকে বিভিন্ন অনুসন্ধানে। সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় ইফাত ও তার বাবাকে নিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬-পুরস্কার জিতলো যারা

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬ গত ৪ জানুয়ারী, অনুষ্ঠিত হয়েছে ৩১তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬ আসর।…
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-১ বিলিয়ন ডলার আয় করলো

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্ব চলচ্চিত্রের বক্স অফিসে আবারও নিজের আধিপত্য প্রমাণ করল জেমস ক্যামেরনের…
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
0
Share