এক সময় বলিউড অভিনেতা অক্ষয় কুমার মানেই ছিল ব্যবসা সফল ছবি। তবে সম্প্রতি পর পর অভিনেতার একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় চিত্রটা এখন ভিন্ন। এদিকে ছবি ফ্লপ হলেও মনোবল ভেঙে যায়নি খিলাড়ির।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে সিনেমা ফ্লপ হওয়ার ফলে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শি’কার হয়েছিলেন অক্ষয়। তিনি পেয়েছেন একের পর এক শোক বার্তা!
শোক বার্তায় অক্ষয়কে সমবেদনা জানিয়ে লেখা হয়, ‘চিন্তা করো না। তুমি শিগগিরই ফিরে আসবে।’
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি সেই শোক মেসেজের উত্তর দিয়েছি। লিখেছি, আমাকে এমন কেন লিখে পাঠাচ্ছো? আমি কোথাও যাইনি। আমি এখানেই আছি এবং আমি কাজ করতে থাকবো।’
অভিনেতা আরও বলেন, ‘যে যা খুশি বলুক। ঘুম থেকে উঠে, কাজ করতে হবে। কাজ হয়ে গেলে আবার ঘরে ফিরতে হবে। যেটুকু অর্থ উপার্জন করি, নিজের ক্ষমতায় করি। কারও থেকে কিছু চেয়ে করি না। আমাকে একেবারে শেষ করে না দিলে আমি কাজ করেই যাব।’
এছাড়াও অক্ষয় যোগ করেন, ‘একই ধরনের কাহিনি নিয়ে আমি পড়ে থাকি না। ছবি নিয়ে, অভিনয় নিয়ে পরীক্ষা করতে ভালোবাসি। এভাবেই কাজ করে এসেছি। সামনে এভাবেই নানা ধরনের ছবি করতে থাকবো।’
উল্লেখ্য, আরও একটি নতুন সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে অক্ষয় কুমারের। সিনেমার নাম- ‘খেল খেল মে’। এর আগে অভিনেতার ‘মিশন রানিগঞ্জ’, ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিগুলো বক্স অফিসে সফলতা পায়নি।