গণ-অভ্যুত্থান দিবসে দেশাত্ববোধক সিনেমার ঘোষণা নিরবের
বহুদিন বাদে নতুন করে আবার পর্দায় ফিরছেন চিত্রনায়ক নিরব। একের পর এক সিনেমার ঘোষণা দিয়ে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (৫ আগস্ট) ছিল গণ-অভ্যুত্থান দিবস। গণ-অভ্যুত্থান দিবসে দেশাত্ববোধক সিনেমার ঘোষণা নিরবের । মুক্তির এই বিশেষ প্রজেক্টে ফুটে উঠবে দেশের সংগ্রাম, স্বাধীনতার চেতনা ও মানুষের আত্মত্যাগের গল্প, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আর এই দিনেই দেশপ্রেমে উজ্জীবিত নতুন সিনেমার ঘোষণা দিলেন এই নায়ক। সিনেমার নাম ‘দেশ’। এটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ।
সিনেমাটিতে নাম ভূমিকায় হাজির হবেন নিরব, অর্থাৎ দেশ হয়ে পর্দায় ধরা দেবেন, একই সঙ্গে দেশের জন্য লড়বেন। সিনেমাটিতে তাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।
গণমাধ্যমকে নিরব বলেন, ‘ছবির গল্পটা যেহেতু দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে তাই ছবিটির ঘোষণা দেওয়ার জন্য গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ছাড়া উপযুক্ত সময় হতেই পারে না।’
তিনি আরো বলেন, ‘এখানে আমার চরিত্রের নামও দেশ। নিজের নাম যখন দেশ হয় তখন ভিতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়।
এখন ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আমার হাতে যেহেতু এখন আরো দুটো সিনেমার কাজ রয়েছে যেটার একটা অলমোস্ট শেষ, আরেকটা সেপ্টেম্বরে শুরু করব। এরপর আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘দেশ’ এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ওইদিন ছবিটির ফার্স্ট লুক উন্মোচন করারও চিন্তা রয়েছে।’
তাহলে ছবিটি কি আগামী বছরের ৫ আগস্ট মুক্তি দেবার পরিকল্পনা করছেন, এমন প্রশ্নে নিরব বললেন, ‘চিন্তা আছে কিন্তু সেটা এখনো বলা যাচ্ছে না।
তবে ২০২৬ এ মুক্তি পাবে এটুক এখন বলতে পারি। আর যদি এরমধ্যে সবকিছু গোছানো হয়ে যায় তাহলে ২০২৬ এর ৫ আগস্টেও হতে পারে।’
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অনিক বিশ্বাস পরিচালিত, নিরব অভিনীত ‘শিরোনাম’ সিনেমাটি। এরপর সেপ্টেম্বরে পরীমনির সঙ্গে জুটি হয়ে তিনি শুরু করতে যাচ্ছেন ‘গোলাপ’ সিনেমা, যেটি পরিচালনা করেছেন সামছুল হুদা।