দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন এক বার্তা নিয়ে হাজির। সম্প্রতি কানাডায় ঘুরতে গিয়ে বেশকিছু ছবি দিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করার ইঙ্গিত দিলেন।
গতবছর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে নিজের অভিনয়ের জাত চেনান মেহজাবীন। এরপর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। মাঝে বেশ অনেক দিন ইউরোপে ছিলেন, এরপর তিনি পাড়ি জমান কানাডায়।
সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সফরের বেশ কিছু ছবি শেয়ার করেন। কানাডার বিখ্যাত এক ল্যাভেন্ডার খামেরে গিয়ে ফুলের বাগান থেকে নানা রকম পোজে ছবি তোলেন এবং বেশ কিছু ছবি শেয়ার করেন।
সেসব ছবি পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘যদি কখনো শোনেন এখানে স্থায়ীভাবে বসবাস করতে চলে এসেছি, তাহলে অবাক হবেন না।’
ছবিগুলোর প্রশংসার পাশাপাশি কেউ কেউ মন্তব্য করেন, ‘দেশে বা বিদেশে যেখানেই থাকো ভালো থেকো।’
সেই পোস্টে মেহজাবীনের স্বামী আদনান আল রাজীবকে মেনশন করে পরিচালক আবরার আতাহার লেখেন, ‘ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে যাচ্ছি।‘ সেই মন্তব্যের উত্তরে আদনান লেখেন, ‘অপেক্ষা করতে পারছি না।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীনের ‘সাবা’ সিনেমা। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে মুক্তি পায়নি এখনো।