ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সাথে প্রেমের গুঞ্জনে প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। যদিও আরও অনেকের সাথে নাম জড়িয়ে সময়ের সাথে আড়ালে পড়ে যায় শিখরের নাম। এবার হঠাৎ মনীশ মালহোত্রার পার্টিতে আবারও একসাথে দেখা গেলো জুটিকে। এরপর জুটির প্রেম নিয়ে আবারও জোর চর্চা শুরু হয়েছে বলিউডপাড়ায়।
সূত্রের খবরে, “বলিউডের অন্য তারকাদের মতো মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে সোনালি লেহেঙ্গায় হাজির হয়েছিলেন জাহ্নবী। সাথে ছিল তার কথিত প্রেমিক শিখর পাহাড়িয়াও। পার্টি শেষে একসাথে বেরিয়ে একই গাড়িতে ওঠেন এই জুটি। উল্লেখ্য, এর আগের তাদের একটি ঘনিষ্ঠ ছবি ও শিখরের বাড়ি থেকে মুখ ঢেকে বেড়িয়েও আলোচনায় আসেন তারা। কিন্তু কোনবারই জাহ্নবী বা শিখরের তরফ থেকে কোন মন্তব্য করা হয়নি।
‘ধড়ক’ সিনেমার পর ‘মিলি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ও ‘বাওয়াল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। শীঘ্রই ‘দেবারা’ সিনেমার মধ্য দিয়ে দক্ষিণী সিনেমায় অভিষেক করতে যাচ্ছে শ্রীদেবী কন্যা।