আগামী ৩১ জানুয়ারি মুক্তির আশায় থাকা ‘অমর সঙ্গী’ শিরোনামের টালিউড সিনেমার একটি গান করেছেন দেশের জনপ্রিয় গীতিকার সোমেশ্বর অলি।
দিব্য চ্যাটার্জি পরিচালিত ‘অমর সঙ্গী’ সিনেমার ‘পুরনো প্রেমের পদ্য’ নামে একটি গান লিখেছেন সোমেশ্বর অলি। শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানের জন্য নতুন করে আলোচনায় উঠে আসেন গীতিকার অলি। তাই তো এবার প্রথম বারের মত কলকাতার সিনেমার জন্য গান লেখার সুযোগ পেলেন তিনি।
‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গীতিকার বলেন, ‘সোহিনী-বিক্রম অভিনীত ছবিটিতে লিখেছি, আগামী ৩১ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এর আগেই আসবে গান। এটা কলকাতায় আমার প্রথম গান। এর সংগীত করেছেন অর্কপ্রভু।’
গীতিকার আর যোগ করেন, ‘বাংলাদেশি একজন সাংবাদিকের সঙ্গে কান উৎসবে পরিচয় হয়েছিল নির্মাতা দিব্য চ্যাটার্জির। আমার লেখা ‘ঈশ্বর’ গানটি শোনার পর তিনি দ্বিতীয়বার সেই সাংবাদিকের সাথে ফের যোগাযোগ করেন। আর সরাসরি আমায় তার সিনেমার জন্য একটি গান লেখার অফার দেন।’
উল্লেখ্য, প্রসেনজিৎ অভিনীত ‘অমর সঙ্গী’ নামে নতুন করে টলিউডে নির্মিত হচ্ছে সিনেমাটি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। এই সিনেমায় প্রেমের সঙ্গে মিশে যাবে ভূতের ভয় আবার থাকবে কমেডিও।