১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩’ আয়োজনে জয়জয়কার ছিল দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাট প্ল্যাটফর্ম চরকির।
বৃহস্পতিবার, রাতে অনুষ্ঠিত এই ওটিটি অ্যাওয়ার্ডের ৩০টি ক্যাটাগরির মধ্যে ১৫টিই জিতে নিয়েছে চরকি। পিপলস চয়েস বিভাগে ২০২৩ সালের সেরা কনটেন্টের পুরস্কার পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
আয়োজনে আরও ৫টি ক্যাটাগরির পুরস্কার জিতে নিয়েছে সিরিজটি।
- ক্রিটিকস বিভাগে শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট আতিয়া রহমান
- শ্রেষ্ঠ সম্পাদনা লিওন রোজারিও
- সেরা শিল্প নির্দেশক নাইমা জামান
- শ্রেষ্ঠ চিত্রনাট্য শিহাব শাহীন ও রবিউল ইসলাম রবি এবং
- শ্রেষ্ঠ পুরুষ অভিনেতা নাসির উদ্দীন খান পেয়েছেন এ পুরস্কার।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন খান বলেন, ‘আমি ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের অনেকে পুরস্কার পেয়েছেন, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের।’
২০২৩ সালটা খুবই ভালো গিয়েছে উল্লেখ করে শিহাব শাহীন বলেন, ‘অ্যাওয়ার্ড পেয়ে মনে হচ্ছে ২০২৩ সালটা আমার জন্য ভালোই ছিল। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের জন্য আমার টিমের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা ছাড়া এটা সম্ভব হতো না।’
ক্রিটিকস বিভাগে শ্রেষ্ঠ নারী অভিনেতার পুরস্কার পেয়ে নাজিয়া হক অর্ষা বলেন, ‘জাহান’–এর জন্য পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগছে। কারণ চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল এবং কাজটি করতে কষ্টও করেছি অনেক।’
পপুলার বিভাগে শ্রেষ্ঠ নারী অভিনেতা হয়েছেন (যৌথভাবে) আজমেরী হক বাঁধন। চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’–তে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান তিনি। প্রতিক্রিয়ায় বাঁধন বলেন, ‘এ পুরস্কারটা আমার একার না, এটা পুরো টিমের। কাজটার জন্য আমা অনেক কষ্ট করেছি, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। এই চরিত্রটির জন্য স্বীকৃতি না পেলে আমার জন্য লজ্জারই হতো।’
তৃতীয় আসরে চরকি অরিজিনাল ‘উনিশ২০’ পেয়েছে ৪টি পুরস্কার। ক্রিটিকস বিভাগে শ্রেষ্ঠ পরিচালক মিজানুর রহমান আরিয়ান, সেরা ফিল্ম, মিউজিক বিভাগে শ্রেষ্ঠ শিল্পী মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি (পাখি পাখি মন) এবং শ্রেষ্ঠ সুরকার সাজিদ সরকার (পাখি পাখি মন) পেয়েছেন পুরস্কার।
মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘উনিশ২০’–এর জন্য দর্শকদের কাছ থেকে অনেক আগেই যে ভালোবাসা পেয়েছি সেটাই আমার কাছে বড় পুরস্কার। এখন আনুষ্ঠানিক যে স্বীকৃতি পেলাম সেটি দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আগামীতে ভালো কাজ করার অনুপ্রেরণা পেলাম।’
পপুলার চয়েস বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারসহ সেরা কস্টিউম ক্যাটাগরিতে বিজয়া রত্নাবলী এবং সেরা সাউন্ড ডিজাইনারের পুরস্কার পেয়েছেন রাজেশ সাহা। সবাই চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’র জন্য এ পুরস্কার পেয়েছেন।
আয়োজনে চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। বছরের সেরা কনটেন্টের পুরস্কার গ্রহণ করেন তিনি এবং সংশ্লিষ্টরা। রেদওয়ান রনি বলেন, ‘প্রথমত সবাইকে অভিনন্দন। চরকি সবার জন্য অত্যন্ত গর্বিত। কাজের স্বীকৃতি আনন্দ দেয়। পপুলার ও ক্রিটিকস বিভাগে চরকি এবং সংশ্লিষ্টরা পুরস্কার পেয়েছে, এর অর্থ সব ধরনের দর্শক চরকির কনটেন্ট দেখেন, আলোচনা করেন, এটাই আমাদের সার্থকতা এবং বড় পুরস্কার। আগামীতে আরও চমক আসছে।’
এবারের আয়োজনের অফিসিয়াল পার্টনার ছিল ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। আগের বছরগুলোর সাফল্যের মতো এ বছরের আয়োজনও বাংলাদেশের ডিজিটাল অঙ্গনে বিভিন্ন ধরনের কনটেন্ট উপস্থাপনের পদ্ধতি আরও উন্নত ও উৎসাহিত করবে বলে মনে করেন আয়োজকরা। আয়োজনে উপস্থিত ছিলেন- ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, আলী ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি, দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তারকাদের মধ্যে জুয়েল আইচ, তারিক আনাম খান, জয়া আহসান, হাসান মাসুদ, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, ফারজানা ছবি, গাজী রাকায়েত, সুমাইয়া শিমু, চয়নিকা চৌধুরী, আজিজুল হাকিম, মোশাররফ করিম, আফরান নিশো, আসিফ ইকবালসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনের প্রথমার্ধ সঞ্চালনা করেন রাফসান শাবাব ও আজরা মাহমুদ। শেষাংশের সঞ্চালনায় ছিলেন নাজিবা বাশার ও এফ এস নাঈম। আয়োজনের রেড কার্পেটে হাস্যোজ্জ্বল মুখে সবাইকে অভ্যর্থনা জানান সারা আলম ও সৌম্য জ্যোতি। একক নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা তমা মির্জা, শাহনাজ সুমি ও মুমতাহিনা টয়া। দর্শকদের গান গেয়ে শোনান এলিটা করিম ও তাসফিয়া ফাতিমা তাশফি। পাশাপাশি ছিলেন প্রীতম ও তার ব্যান্ড।