জমা পড়া দুইটি সিনেমার মধ্য থেকে অস্কারের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে মোহাম্মদ রাব্বি মৃধার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’।
২০২৪ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটারে অনুষ্ঠিতব্য ৯৬তম অস্কারের আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষার সিনেমা) ক্যাটাগরিতে মনোনীত হয়েছে সিনেমাটি।
আবু শাহেদ ইমন প্রযোজিত চলচ্চিত্রটিকে অস্কারের মনোনয়নের জন্য জমা পড়া অন্য সিনেমা মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ এর সাথে লড়াই করতে হয়েছিল।
বক্স অফিস নিবেদিত ও গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটিকে দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশনস।
এর আগে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি।
জলবায়ু পরিবর্তনের তীব্র পরিণতির প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি-এর মত শিল্পীরা ।
৪৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণীর আসরে ‘গোর’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়া দীপান্বিতা মার্টিন অস্কারের জন্য নিজের চলচ্চিত্রের মনোনয়ন পাওয়ার খবরে গণমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অস্কারের ৯৫ তম আসরে একই বিভাগের জন্য মনোনীত হয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’।
তবে অস্কারের জন্য মনোনয়নের খবরের চেয়ে দুইটি সিনেমা জমা পড়ার ঘটনায় বরাবরই চমকে গেছেন সিনেমাপ্রেমীরা।