বলিউডের আলোচনায় আবারও এক তারকা জুটির নাম এসেছে। অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সম্পর্ক নিয়ে চলতে থাকা গুঞ্জন এবার নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে অনুরাগ বসুর আশিকি ৩–এর শুটিং শেষ হওয়ার পর থেকেই বলিপাড়ায় কথিত ‘প্রেমের খবরে’ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবার মনে প্রশ্ন এক সিনেমাতেই প্রেমে জড়ালেন কার্তিক-শ্রীলীলা?
সোশ্যাল মিডিয়ার হাওয়া-বাতাসও এই গুঞ্জনের সমর্থক। নিয়মিত ভাইরাল হচ্ছে কার্তিক ও শ্রীলীলার ছবি এবং ভিডিও, যা ভক্তদের কৌতূহল আরও বাড়াচ্ছে। সর্বশেষ, কার্তিকের বাড়িতে অনুষ্ঠিত গণেশ পূজার মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সেখানে শ্রীলীলার সঙ্গে দেখা গেছে তার মায়েরও উপস্থিতি। আরও আলোড়ন সৃষ্টি করেছে শ্রীলীলার মা এবং কার্তিকের মায়ের একসঙ্গে থাকা ছবি। এসব দেখে বলিপাড়ায় কেউ কেউ ধরে নিচ্ছেন, সিনেমার জুটির রসায়ন বাস্তব জীবনেও স্থান করে নিয়েছে।
জানা গেছে, উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে আশিকি ৩–এর শুটিং চলাকালীনই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সেই সময়ের ভাইরাল হওয়া ভিডিও এবং ছবি থেকে কৌতূহল আরও বেড়ে যায়। ভক্তদের একাংশ মনে করছেন, এই জুটি হয়তো শিগগিরই বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
তবে এই গুঞ্জনের মধ্যেও এখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কার্তিক ও শ্রীলীলা। দক্ষিণী সিনেমা পুষ্পা ২–এর একটি আইটেম গান থেকে বলিপাড়ার নজরে আসেন শ্রীলীলা। তার পরই অনুরাগ বসু তাঁকে আশিকি ৩–এর নায়িকা হিসেবে বেছে নেন। এই ছবিতেই কার্তিকের সঙ্গে তার প্রথম জুটি বাঁধে, যা বলিপাড়ায় আলোড়ন সৃষ্টি করে।
ভিডিওতে দেখা গেছে, তিনিও কার্তিকের সঙ্গে সময় কাটাতে স্বচ্ছন্দ বোধ করছেন, আর উভয়ের মধ্যকার বন্ধুত্বপূর্ণ মেজাজও স্পষ্টভাবে ধরা পড়েছে। বলিপাড়ার এ চাঞ্চল্যকর জুটির প্রেম কবে অফিসিয়ালি প্রকাশ হবে, সেটা এখনো অধরাই রইল।