ওটিটিতে ‘বাজি’ এবং প্রেক্ষাগৃহে ‘কাজলরেখা’ র পর নতুন সিনেমা নিয়ে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে ‘তারা’ নামে ।
নারীপ্রধান গল্পের এই সিনেমাটির ফার্স্ট লুক উন্মুক্ত হয়েছে সম্প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে মিথিলা লিখেছেন, “তারার আলোয় ঝলমল করে এই সার্কাস’। অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে’।
সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমাটির গল্প একদমই অন্য রকম। চরিত্রটিও ভিন্ন। এখানে আমি নদীপাড়ের মেয়ে, নাম তারা। যার কিছুই নেই। আমি নদীর পাড়ে সার্কাস দেখাই। এমন গল্পে ও চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি’।
তিনি আরো বলেন, ‘আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। চরিত্রটি নিজের ভেতরে ধারণ করাটাও কঠিন ছিল। ওই রকম জীবন কখনো দেখিনি। কিন্তু সেটিই পর্দায় ফুটিয়ে তোলার জন্য কাজ করতে হয়েছে। নৌকার দৃশ্য ছিল, সেগুলো সত্যিই চ্যালেঞ্জিং ছিল। অনেক দিন ধরে শুটিং করেছি। রোদের মধ্যে শুটিং করতে কষ্ট হয়েছে। তার পরও শিল্পের প্রয়োজনে কাজ করেছি।’
সিনেমায় মিথিলার বিপরীতে থাকছেন এফ এস নাঈম। এতে আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকেই।