Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৭, ২০২৫

‘আমলনামা’র বিরুদ্ধে অভিযোগ, ভুল না বুঝতে রাফীর অনুরোধ

১৩ মার্চ চরকিতে মুক্তি পেয়েছে রায়হান রাফী নির্মিত সিনেমা ‘আমলনামা’। সিনেমার ট্রেলার দেখে দর্শকদের অনেকেই ২০১৮ সালের ২৬ মে রাতে ক্রসফায়ারে নিহত টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর সাথে তুলনা করছেন। তবে বিষয়টি নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফী নিজেই।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া খবরের কারণে বিব্রত একরামুল হকের পরিবার। আমলনামা’র কারণে সামাজিকভাবে হেয় হচ্ছেন বলে জানান একরামুলের স্ত্রী আয়েশা বেগম। রোববার ফেসবুকে আয়েশা বেগম লিখেছেন, ‘পরিচালক রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোন সত্যি ঘটনার সঙ্গে মিল নেই। অথচ এই মুভি দেখে অনেকেই আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোন প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ করছেন। রায়হান রাফী যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এ ছাড়া, মুভিটি একরামুল হকের আসল ঘটনার সঙ্গে কোন মিল নেই এই কথাটা সবার সামনে বলার জন্য রায়হান রাফীকে অনুরোধ করছি’।

আয়েশা বেগমের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নির্মাতা রায়হান রাফী।

রোববারে নিজের ফেসবুক পোস্টে রাফী লিখেছেন “আমলনামা” কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবর্হিভূত হত্যাকান্ডের প্রতিচ্ছবি। “আমলনামা” অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা।‘’

এছাড়া আমলনামা’কে টেকনাফের ঘটনার সাথে না মিলানোর অনুরোধ করেছেন নির্মাতা রাফি। এবং প্রত্যেক বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিচার চেয়েও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

আমলনামা’ চলচ্চিত্রে তমা মির্জা, জাহিদ হাসান, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যাসহ আরও অনেকে অভিনয় করেছেন সিনেমায়।

রায়হান রাফীর গল্পে ‘আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দ্যা ডিপ্লোম্যাট’ মুক্তি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মন্তব্যে জন আব্রাহামের

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কেউ রাশিয়ার পক্ষে, কেউ আবার ইউক্রেনের পক্ষে কথা বলেছে। বলিউড অভিনেতা জন আব্রাহাম…

বিটিভি’র ‘ঈদ আনন্দমেলা’ উপস্থাপনা করবেন নাবিলা  

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ঈদ অনুষ্ঠান আনন্দমেলা। এবারের ঈদ আনন্দমেলার উপস্থাপনা করবেন…
0
Share