গেল জুলাই থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সামলে একটু একটু করে চাঙা হয়ে উঠছে ঢালিউড। যদিও সিনেমাহল মুখী হয়নি তবে ওটিটি প্ল্যাটফর্ম গুলো দেখছে আশার আলো। গেল সপ্তাহ বেশকিছু ছবি এবং নাটক মুক্তি পেয়েছে দেশের বিভিন্ন ওটিটি প্লাটফর্মে।
তুফান, চরকি ও হইচই
১৮ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই দেখা যাচ্ছে চলতি বছরের আলোচিত বাংলা ছবি ‘তুফান’। দেশ-বিদেশের বড়পর্দা কাঁপিয়ে বুধবার দিবাগত রাতে একযোগে দুটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের সুপারস্টার শাকিব খান অভিনীত ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা।
ক্যাসিনো, বঙ্গ অ্যাপ
পরিচালক সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের জুন মাসে। এবার সিনেমাটি মুক্তি পেল বঙ্গতে। গেল সপ্তাহ থেকে সিনেমাটি এই অ্যাপে দেখতে পারছেন দর্শক। অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের গল্প নিয়ে তৈরি হওয়া ক্রাইম থ্রিলার ঘরানার ছবি ‘ক্যাসিনো’। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী ও নিরব হোসেন।
খবর এসেছে বেশ কিছু নতুন সিনেমার কথাও। আগস্টে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির কথা থাকলেও জানা গেল আগামী অক্টোবরেই হইচই-তে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। আরেকদিকে নির্মাতা রায়হান রাফির হাত ধরে ওয়েবফিল্ম ‘মায়া’ দিয়ে ওটিটি-তে ধরা দিতে যাচ্ছেন চিত্রনায়ক ইমন। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে টিজার।
শুধু ওটিটি প্ল্যাটফর্মই নয়, গত তিন দিনে ইউটিউবেও মুক্তি পেয়েছে ২০টির বেশি নাটক। ইউটিউব ট্রেন্ডিংয়েও ফিরতে শুরু করেছে নাটক। বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘বিসিএস’, ‘অন্য রকম প্রেম’, ‘বিনিসুতোর প্রেম, ‘কাপল ক্যাম্পাস’সহ একাধিক নাটক। জানা যায়, বড় বাজেটের নাটকগুলোও মুক্তি দিতে ভরসা পাচ্ছেন প্রযোজকেরা। জুলাইয়ে মুক্তির কথা ছিল ঈদনাটক ‘বিউটি কুইন’-এর।