গত বছরের ১৯ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেল নুহাশ হুমায়ূন পরিচালিত চার পর্বের ‘২ষ’ সিরিজটি। মুক্তির পরপরই সিরিজটি এবার জায়গা করে নিলো আমেরিকার সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে।
উৎসবের এপিসোডিক ক্যাটাগরিতে হবে ‘২ষ’ এর প্রিমিয়ার। মার্চের ৭ থেকে ১৫ তারিখ হবে উৎসব। এর মধ্যে যেকোনো একদিন প্রিমিয়ার হবে বলে জানান নুহাশ।
এই তথ্যটি নিশ্চিত করে নুহাশ গণমাধ্যমকে জানান, এসএক্সএসডব্লিউ ফিল্ম ও টিভি উৎসব একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসব। সেখানে ‘২ষ’ এর প্রিমিয়ার হওয়ায় আমি খুবই আনন্দিত। সিরিজের কলাকুশলী, অভিনয়শিল্পীসহ পুরো ইউনিটকে ধন্যবাদ জানিয়েছেন নুহাশ হুমায়ূন।
তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত এবং সবার প্রতি কৃতজ্ঞ। তারা ছাড়া সম্পূর্ণ স্থানীয় গল্প ও ঢংয়ে এমন আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব ছিল না।’
সিরিজটির প্রথম সিজন ‘পেট কাটা ষ’–এর প্রিমিয়ার হয়েছিল রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে। দ্বিতীয় সিজনটিও আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত সিরিজটির প্রযোজক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দুটি সিজনে “ষ” ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের কনটেন্ট কীভাবে আন্তর্জাতিক হয়ে ওঠে, তার বড় উদাহরণ “ষ” সিরিজ। “২ষ”–এর গল্প ভাবনা এবং নির্মাণ আরও বেশি শাশ্বত। যার কারণে দেশের দর্শকেরাও যেমন সিরিজের প্রশংসা করেছেন, তেমন বিদেশি জুরি–সমালোচকেরাও পেয়েছেন অন্য রকম অভিজ্ঞতা।‘
‘২ষ’ সিরিজে হরর বিষয়টাকে একদমই ভিন্নভাবে দেখিয়েছেন নির্মাতা। সিরিজে অনেক কিছু নিয়েই এক্সপেরিমেন্ট করা হয়েছে। পুরো সিরিজেই পোশাক, সাজসজ্জা, কাস্টিং, আর্ট, মিউজিকে নতুন কিছু করার চেষ্টা করেছেন নুহাশ হুমায়ূন।