ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা রীতিমতো ঝড় তুলেছে ঢালীউড ইন্ডাস্ট্রিতে। মুক্তির সতেরো দিন পেরিয়ে এটি এখন আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গেছে।
বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ আইএমডিবির তালিকায় উঠে এসেছে ‘বরবাদ’। সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪তম স্থানে রয়েছে শাকিব অভিনীত এ সিনেমাটি। চার্ট ঘেটে দেখা গেছে, চার্টবাস্টারটির প্রথমে রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’ , সেরা তালিকায় আরো আছে ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, সিকান্দার, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড। সিনেমাগুলোর পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘বরবাদ’। আইএমডিবিতে সিনেমাটি ৭.৪ রেটিং পেয়েছে।
হলিউড, বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। উচ্ছ্বসিত এই পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের।
আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।’
উল্লেখ্য, আইএমডিবি অ্যামাজন ডট কমের অঙ্গসংস্থা আইএমডিবি ডট কম ইনকর্পোরেটেড দ্বারা পরিচালিত হয়। যেখানে বিশ্বের সেরা সব সিনেমার রেটিং ও ট্রেন্ডিং সিনেমাগুলোর রেটিং করা হয়। বরবাদ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন ভারতীয় নায়িকা ঈধিকা পাল। আরো আছেন শ্যাম ভট্টাচার্য্য, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও মিশা সওদাগর।