Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

অভিনেত্রী বিদ্যা বালানের পছন্দের সিনেমা-সিরিজ

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের অভিনয় দেখে মুগ্ধ হন না এমন দর্শক পাওয়া ভার। কিন্তু বিদ্যা বালানও কারো না কারো দর্শক, এমন কিছু লোকও আছে যারা মুগ্ধ করে বিদ্যাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার দেখা ও ভালো লাগা সিনেমা-সিরিজ নিয়ে কথা বলেছেন। ভক্তদেরও উৎসাহিত করেছেন দেখার জন্য।

দ্য রেজিম

অভিনেত্রী কেট উইন্সলেটের ভীষণ ভক্ত বিদ্যা বালান। ২০২৪ সালের মার্চে যখন ‘দ্য রেজিম’ সিরিজটি আসে এইবিও এবং ম্যাক্সে; বিদ্যা এর ঘোরে পড়ে গিয়েছিলেন। দ্য রেজিম মূলত পলিটিক্যাল স্যাটায়ার। ছয় পর্বের মিনি এ সিরিজে উঠে এসেছে এলেনা ভার্নহ্যাম নামের এক কর্তৃত্ববাদী চ্যান্সেলরের গল্প, রাজ্যজুড়ে নানা বিবাদ ও বিদ্রোহের কারণে যার অবস্থান ধীরে ধীরে হুমকির মুখে পড়ে। বিদ্যা বালান বলেন, ‘৮৩ বছর বয়সে এসে স্টিফেন ফ্রেয়ার্স সিরিজটি বানালেন। এ সিরিজে কেট উইন্সলেটের অভিনয় দেখে কেউ বিশ্বাসই করবে না যে এই নারীই ‘টাইটানিক’, ‘মেয়ার অব ইস্ট টাউন’, কিংবা ‘রেভল্যুশনারি রোড-এ অভিনয় করেছেন।’

পাস্ট লাইভস

কানাডিয়ান পরিচালক সেলিন সং পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালে। অস্কারেও পেয়েছিল মনোনয়ন। এ সিনেমার কেন্দ্রে আছে নোরা মুন ও জং হ্যা সং নামের দুই তরুণ-তরুণী। ছোটবেলায় দক্ষিণ কোরিয়ার সিউলে পাশাপাশি বাড়িতে থাকত তারা। ছিল পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। কিন্তু মেয়েটির পরিবার দক্ষিণ কোরিয়া ছেড়ে কানাডায় চলে গেলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ১২ বছর পর সোশ্যাল মিডিয়ার কল্যাণে আবার যোগাযোগ হয় তাদের। এ সিনেমা নিয়ে বিদ্যা বালানের মত, ‘পাস্ট লাইভস দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি।’

লাভ অন দ্য স্পেকট্রাম

রিয়েলিটি শো। ২০২২ সালে নেটফ্লিক্সে প্রথম সিজন প্রচারিত হয়েছিল। গত বছরের জানুয়ারি মাসে এসেছিল দ্বিতীয় সিজন। ভিন্ন ধরনের কনটেন্ট হওয়ায় এ শো বিদ্যা বালানের দারুণ পছন্দের। শোটি নিয়ে বিদ্যা বলেন, ‘অটিজমে আক্রান্ত মানুষদের ব্লাইন্ড ডেটে পাঠানো হয় এ শোতে। ডেটে যাওয়ার আগে পর্যন্ত কেউ জানে না কার সঙ্গে দেখা হতে যাচ্ছে তার। সবার জন্য আমার পরামর্শ থাকল, যদি আপনারা বিশুদ্ধ কোনো কনটেন্ট দেখতে চান; আপনাদের এটা দেখা উচিত।’

কাথালদ্য কোর

বিদ্যা বালানের নতুন আগ্রহের জায়গা মালয়ালম সিনেমা। মালয়ালি ভাষার অনেক সিনেমা দেখেছেন তিনি। মামুট্টির কাজের প্রেমে পড়েছেন। বিশেষ করে মামুট্টি অভিনীত ‘কাদাল—দ্য কোর’ তাকে মুগ্ধ করেছে বেশি। বিদ্যা বলেন, ‘কাদাল দেখে দুলকার সালমানকে মেসেজ করে বলেছি আমার ভালো লাগার কথা। তাকে বলেছি, মেসেজটা তোমার বাবাকে পৌঁছে দিও। তাঁর মতো এত বড় একজন সুপারস্টার সমকামী চরিত্রে অভিনয় করলেন, এটা খুব সাহসী পদক্ষেপ। তিনি শুধু এতে অভিনয়ই করেননি, প্রযোজনাও করেছেন। অনেকের চোখ খুলে যাবে কাদাল দেখলে। আমার মনে হয়েছে, হিন্দি সিনেমার কোনো অভিনেতার পক্ষে এ চরিত্রটি করা সম্ভব নয়।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইত্যাদিতে সাফা, সাদিয়া, সামিরা ও ইভানার নৃত্য

ঈদের বিশেষ ইত্যাদি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী সাফা কবির, পারসা ইভানা, সামিরা খান মাহি এবং সাদিয়া…

শাহরুখের ‘কিং’: অভিষেক বচ্চনের চেহারা বদল

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের সাফল্যের পর শাহরুখ খান এখন তার পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা…
Exit mobile version