মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’ অবশেষে দেখতে পারবেন দর্শকরা। প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও ২৪ নভেম্বর বিকেলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভ-এ। যদিও বাংলাদেশে বসে এই সিনেমা দেখতে পারবেন না কেউ। বাংলাদেশ ব্যতীত পৃথিবীর অন্য যেকোনো দেশ থেকে দেখা যাবে এটি।
‘শনিবার বিকেল’ মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন ফারুকী নিজেই। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট শেয়ার করে তিনি জানান, “একসাথে এতো কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ফাইনালি, ২৪ নভেম্বর, সনি লিভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে!”
এদিকে সনি লিভ-এর অফিশিয়াল পেইজ থেকে শেয়ার করা হয় সিনেমাটির ট্রেলার। কিন্তু টেকনিক্যাল ইস্যুতে সরিয়ে পরে আবারও আপলোড করা হয় ভিডিওটি। এই প্রসঙ্গে নিজের প্রোফাইল থেকে ফারুকী আরেকটি পোস্ট শেয়ার করে লিখেন, “ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সেই আশংকা থেকেই সকাল থেকে অনেকে মেসেজ দিচ্ছিলেন, ট্রেলার সনি লিভের পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে। কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চেয়েছেন। তাদের সবার প্রতি ভালোবাসা।”
তিনি আরও যোগ করেন, “কোনো সমস্যা আসলে হয় নাই! কিছু টেকনিক্যাল ঝামেলার জন্য সরানো হয়েছিলো। এখন আবার আপলোড করা হয়েছে।” পাশাপাশি ২৪ নভেম্বর মুক্তির ব্যাপারটি আবারও জানান এই পরিচালক।
উল্লেখ্য যে, প্রায় পাঁচ বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ‘শনিবার বিকেল’। অবশেষে বাংলাদেশে না হলেও অন্যান্য দেশের দর্শকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে ছবিটি। এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ইয়াদ হুরানি, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।