চির অমলিন ও নন্দিত অভিনয়শিল্পী অপি করিম এখন রয়েছেন আমেরিকার নিউইয়র্কে। দেশটিতে তার যাওয়া উপলক্ষে একটি মিলনমেলার আয়োজন করা হয়। তাতে যোগ দেন নিউইয়র্কে থাকা দেশের অন্য তারকারাও।
অপি করিমের নিউইয়র্কে যাওয়া উপলক্ষে এই মিলনমেলার আয়োজন করেন সাংবাদিক ও উপস্থাপক শামীম শাহেদ। তার নিউইয়র্কের বাসায় দাওয়াতে ছিলেন দেশটিতে থাকা বাংলাদেশের আরও বেশ কয়েকজন তারকা। শামীম তার নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নন্দিনীর নিউইয়র্ক ভ্রমণ উপলক্ষে আমাদের বাসায়, আমরা আমরাই।’
অপি করিমকে নন্দিনী বলার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকে নন্দিনী চরিত্রে অভিনয় করেছিলেন অপি করিম।
এই মিলনমেলায় উপস্থিত ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস, তার স্ত্রী প্রিয়া ডায়েস, অভিনেত্রী বন্যা মীর্জা এবং মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা।
অভিনয়শিল্পী মোনালিসা দাওয়াতের বেশ কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কে তারকা অভিনেত্রী অপি করিমের আগমন উপলক্ষে আয়োজিত সন্ধ্যাটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। সবার সঙ্গে সময় কাটিয়ে দারুণ লেগেছে। প্রিয় শামীম ভাই, ভাবি ও তাঁদের পরিবারকে আন্তরিক ধন্যবাদ—এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং অতুলনীয় আতিথেয়তার জন্য। দুপুর থেকে রাত পর্যন্ত দারুণ খাবার আর আনন্দঘন আড্ডায় কাটল এক অসাধারণ সময়। এই স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।’