Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫

অন্বেষার নতুন পথচলা

অভিনেত্রী অন্বেষা হাজরা | ছবি: ফেসবুক

ভারতীয় টিভি সিরিয়াল ‘চুনি পান্না’ দিয়ে পথচলা শুরু, বড় পর্দায় কাজ করে ফের আরেকবার সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। এক নার্সের ভূমিকায় জি বাংলার নতুন সিরিয়াল ‘আনন্দী’-তে দেখা যাবে অন্বেষাকে।

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায় ফের একবার ছোট পর্দায় ফিরছেন একসাথে। এ সিরিয়ালে অন্বেষার নায়ক ঋত্বিক পেশায় চিকিৎসক। তাদের বাড়িতে একজন নার্স দরকার। কিন্তু নার্সিং স্কুলের কেউ ওই বাড়িতে যেতে চায় না। রাজি হয় কেবল আনন্দী। সেই বাড়িতে গিয়ে ভালোবাসা ও সেবাযত্ন দিয়ে সারিয়ে তোলে ঋত্বিকের ঠাম্মিকে। সম্প্রতি জি বাংলা প্রকাশ করেছে ‘আনন্দী’র ট্রেলার, তাতে এমন গল্পই দেখা গেছে।

সিরিয়ালটি নিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে অন্বেষা জানিয়েছে, ‘আনন্দী জীবনকে বড় করে দেখতে চায়। জিন্দেগি লম্বি নাহি, বারি হোনি চাহিয়ে—এই সংলাপ ওর জীবনের সঙ্গে মিলে যায়। আজ আছি কাল নেই, এইটাই তো দুনিয়ার নিয়ম। যে কটা দিন আছি হেসে-খেলে, সুন্দর করে বাঁচবো। প্রত্যেকের জীবনে সমস্যা থাকে। কিন্তু সেটাকে ওভারকাম করে মন থেকে যতটা ভালো থাকা যায়, সেটাই এই মেয়েটির লক্ষ্য।’

উল্লেখ্য, টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে গত ২২ আগস্ট থেকে চলছে আনন্দীর শুটিং। নীলাঞ্জনা সেনগুপ্তের নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি এ সিরিয়ালের প্রচার শিগগিরই শুরু হবে জি বাংলায়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ   দেশের সিনেমা জগতের একসময়ের তুমুল জনপ্রিয় ভিলেন ছিলেন…

যুদ্ধের সময় ৬ দিন কোমায় ছিলেন আবুল হায়াত

চিকিৎসকের মুখে প্রথমবার যখন শুনেছিলেন ‘ক্যানসার হয়েছে’ তখন থেকে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথটা ছিল সম্পূর্ণ…
Exit mobile version