একদিনের মধ্যে তিনটি পুরস্কার জয় করেছেন প্রতিভাবান অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পুরস্কার জয়ে তার হ্যাট্রিক হয়েছে একটি চরিত্রে অভিনয়ের কারণেই। তা হলো ‘পুনর্জন্ম ৩’ ধারাবাহিকের রোকেয়া চরিত্র।
রোকেয়া রূপে পর্দায় দেখা দিয়ে মেহজাবিন জিতেছেন মেরিল-প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার, বাবিসাস পুরস্কার (বাংলাদেশ বিনোদন সংবাদিক সমিতি) এবং চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার। নিজের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে ৯ সেপ্টেম্বর এই দর্শকপ্রিয় অভিনেত্রী তিনটি পুরস্কারের ছবি পোস্ট করে নিজের আনন্দ তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ভাগাভাগি করে নেন।
মেহজাবিন তার শেয়ার করা ছবির ক্যাপশনে ইংরেজিতে লিখেন, “গত ২৪ ঘণ্টায় ‘পুনর্জন্ম ৩’-এ আমার অভিনয়ের জন্য তিনটি পুরস্কার! ধন্যবাদ, মেরিল-প্রথম আলো পুরস্কার। ধন্যবাদ, চ্যানেল আই ডিজিটাল পুরস্কার। ধন্যবাদ, বাবিসাস পুরস্কার। ‘পুনর্জন্ম’-এর পুরো টিমকে অভিনন্দন।”
ওটিটি-র পর্দায় আত্মপ্রকাশের পর অল্প কিছুদিনের মধ্যেই সবার মন জয় করে নেন এই অভিনেত্রী। ‘রেডরুম’ ও ‘আমি কি তুমি’-তেও মেহজাবিনের অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পছন্দ করেন তিনি। এই কারণেই টেলিভিশনের পর অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফমেও তার কাজ তাকে দিন দিন আরও শক্তিশালী শিল্পী হিসেবে গড়ে তুলছে।