Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

২০২৪ সালে চরকির প্রথম সিরিজ ‘সিনপাট’

‘সিনপাট’ সিরিজের পোস্টার । ছবি: চরকি

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘সিনপাট’। এই সিরিজই ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত তাদের প্রথম সিরিজ। ১১ জানুয়ারি রাত ৮টায় মুক্তি পেয়েছে সিরিজটি।

‘শাটিকাপ’ নির্মাণের পর সবার নজরে আসেন স্বপ্নবাজ তরুণ পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। এই সিরিজের জন্য পান বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। রাজশাহীতে বসেই আসেপাশের বন্ধু ও পরিচিতদের নিয়ে বানিয়ে ফেলেছেন আরেকটি সিরিজ। ক্রাইম থ্রিলার জনরার ১৬৩ মিনিটের ‘সিনপাট’ নির্মিত হয়েছে একদম লোকাল আর খাঁটি গল্প নিয়ে।

সোহেল একজন নিম্নশ্রেণির অপরাধী। সে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে তালা খোলা এক্সপার্ট ফাজু নামের একজনকে সাথে নিয়ে নতুন এক শহরে আস্তানা গাড়ে। সেখানে গিয়েও অপরাধ তাদের পিছু ছাড়ে না। সাথে যুক্ত হয় এলাকার নেশাদ্রব্য বিক্রেতা দুরু। এদিকে ধুরন্ধর সাংবাদিক হাবিবুল বাশার তাদের আগের অপরাধের সন্ধান করে এসে পৌঁছায় এখানেও। সবদিক থেকে শুরু হয় ‘সিনপাট’।

সোহেল, ফাজু, দুরু, হাবিবুল বাশার চরিত্রে অভিনয় করেছেন সোহেল শেখ, মোহাম্মদ রিফাত বিন মানিক, জিন্নাত আরা, শিবলী নোমান। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে প্রণব ঘোষ, তানজিনা রহমান তাসনিম, রাজু আহমেদ, মুস্তাফা শাহরিয়ার রহমান, রাব্বানি অপু, মাইনুদ্দিন মানু, মুনসিফ মিম, জাহিদ মিল্টন, হুমায়রা স্নিগ্ধা, জিলহজ্ব, শাহদাত শিটু, ইমরান আহমেদ রোমান, অরুন্ধতী মুখার্জী, উম্মে হাবিবাসহ আরও অনেকে।

‘সিনপাট’-এও লোকাল সব অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেছেন পরিচালক তাওকীর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুরেফিশানের ধারাবাহিক বিলিয়ন ভিউ রেকর্ড গড়েছে

ধারাবাহিক ‘সানওয়াল ইয়ার পিয়া’ পাকিস্তানী ধারাবাহিক ‘সানওয়াল ইয়ার পিয়া’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে…
দুরেফিশানের ধারাবাহিক বিলিয়ন ভিউ

অপূর্ব-বিন্দু জুটি দশ বছর পর পর্দায় ফিরছে

অপূর্ব-বিন্দু জুটি দেশের টেলিভিশন নাটকের এক সময়ের নিয়মিত জুটি ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু।…
অপূর্ব-বিন্দু জুটি দশ বছর

‘জ্যাক রায়ান’ সিরিজে উঠে এসেছিল ভেনেজুয়েলা প্রসঙ্গ

‘জ্যাক রায়ান’ সিরিজ আমরা যাকে ফিকশন বলি তা যে একেবারেই বাস্তবতা বিবর্জিত নয় তা আবারো উঠে এসেছে আলোচনায়। মাঝে…
‘জ্যাক রায়ান’ সিরিজে

বৈচিত্র্যময় কনটেন্ট আনছে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো

বৈচিত্র্যময় কনটেন্ট আনছে ওটিটি আজ থেকে শুরু হয়েছে নতুন বছর। গত বছরের মতো এ বছরও ওটিটিতে থাকছে নানা সিরিজ,…
বৈচিত্র্যময় কনটেন্ট আনছে
0
Share