মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘১৯৭১ সেই সব দিন’। তরুণ নির্মাতা হৃদি হকের পরিচালক হিসেবে যাত্রা শুরু হয়েছে এই চলচ্চিত্র দিয়ে। প্রথম পরিচালনায়ই বাজিমাত। কারণ ছবিটি সকলের হৃদয় স্পর্শ করেছে ইতিমধ্যেই।
দিলদার: হাসালেন যিনি, কাঁদালেন যিনি
মা-বাবার দেওয়া নাম ছিল দেলোয়ার হোসেন। এদিকে এক মামার নামও ছিল দেলোয়ার হোসেন। তাই চলচ্চিত্রে আসার আগে ভাবলেন…