ভারতের লোকসভা নির্বাচনে হেরে গেছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ খ্যাত এ অভিনেত্রী উত্তর প্রদেশের আমেথিতে ভোটের ময়দানে লড়াই করেছেন। তাকে হারিয়ে জয়ের হাসি হেসেছেন কংগ্রেসের কিশোরী লাল শর্মা।
২০১৯ সালে কংগ্রেসের মূল ঘাঁটি আমেথিতে রাহুল গান্ধীকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়ে আলোচনায় এসেছিলেন ইরানি। কেন্দ্রীয় মন্ত্রীও হন তিনি। রাহুল গান্ধীকে তিনি এবারও চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। যদিও এই নির্বাচনে আমেথির প্রার্থী হননি রাহুল। তিনি প্রার্থী হয়েছিলেন রায়বেরেলি থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের তথ্যানুযায়ী, ভোটে ইরানি পেয়েছেন ৩,৭২,০৩২ ভোট। আর তার বিপরীতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কিশোরী লাল পেয়েছেন ৫,৩৯,২২৮ ভোট। নির্বাচনের ফলাফল অনুযায়ী, ১,৬৭,১৯৬ ভোটের ব্যবধানে হেরে গেছেন ইরানি।
উল্লেখ্য যে, ৪ জুন সকাল ৮টায় ভারতের ৫৪২টি কেন্দ্রে ভোটগণনা শুরু হলে বিকেলের দিকে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়। এরপরই আসে ইরানির হেরে যাওয়ার খবর, আর কিশোরী লাল শর্মার বিজয়ী হওয়ার খবর।