ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। ফলে একদিকে যেখানে আনন্দ- উল্লাস হয়েছে, অন্যদিকে ঘটতে দেখা যাচ্ছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরই অংশ হিসেবে এবার হেনস্তার শিকার হয়েছেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।
সদ্য ইতিটানা শাসক দলের নেতাদের খুঁজতে খুঁজতে সম্প্রতি মিথিলার গাড়ি তল্লাশি করেছে একদল যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরো বিষয়টি তুলে ধরে মিথিলা লেখেন, ‘আমার বাড়ির পথে রাস্তার কিছু অপরিচিত যুবক আমার গাড়ি দুইবার থামিয়েছে। ট্রাঙ্ক খুলতে বলেছে। তৃতীয়বার যখন এটা ঘটলো তখন আমি তাদের প্রশ্ন করি কেন তারা এটা করছে? তারা আমাকে আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দেয়, “গাড়িতে আমি আওয়ামী লীগের কাউকে লুকিয়ে রেখেছি কিনা!” তারা সেটাই নাকি খতিয়ে দেখছেন।’
অভিনেত্রী যোগ করেন, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। আমার দেশে আমি নৈরাজ্য চাই না। আমরা লুটপাট, ভাঙচুর সমর্থন করি না। ছাত্ররা এর জন্য লড়াই করেনি। আমরা শান্তি ও নিরাপত্তা চাই।’
মিথিলা এমন হেনস্তার শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুরাগীরা।