পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারো আলোচনায়। সবাই আলোচনায় আসে প্রেম, সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে কিন্তু হানিয়া আমিরের নামে গুঞ্জন ছড়িয়েছে তার চেহারায় কসমেটিক সার্জারি নিয়ে।
পাকিস্তানি গণমাধ্যমের বরাতে এক পাকিস্তানি ত্বকবিশেষজ্ঞ বলেছেন, নাক, ঠোঁট ও থুতনিতে সার্জারি করিয়েছেন এই আলোচিত অভিনেত্রী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে জনপরিসরে আলোচনা করা সমীচীন নয়। কেউবা নায়িকার পক্ষে দাঁড়াচ্ছেন।
একজন লিখেছেন, ‘কে কীভাবে সার্জারি করবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কিছু নেই।’
তবে হানিয়া আসলেই কসমেটিক সার্জারি করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড গড়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এই মুহূর্তে হানিয়া আমিরের অনুসারীসংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।
অভিনেত্রী হিসেবে দর্শকমহলে দারুণ জনপ্রিয় তিনি। সম্প্রতি ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যেও সাড়া ফেলেছেন তিনি।
সম্প্রতি হানিয়া আমিরকে শীর্ষ ‘৫০ এশিয়ান সেলিব্রিটির তালিকায় স্থান দিয়েছে সিএনএন। তাকে ‘দ্য ফেস অব জেনারেশন জেড ইন পাকিস্তান’ হিসেবেও স্বীকৃতি দিয়েছে এই গণমাধ্যম।