বহুল প্রতীক্ষিত হলিউড অ্যাকশন-কমেডি সিনেমা ‘হেডস অব স্টেট’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই সাড়া পড়েছে সিনেপ্রেমীদের মাঝে। রোমাঞ্চ, রসিকতা আর অ্যাকশনে ঠাসা এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, যিনি এবার রূপ নিয়েছেন এক দুর্ধর্ষ এম আই ৬ এজেন্টের ভূমিকায়। গত বুধবার অ্যামাজনের প্রাইম ভিডিওর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় ছবিটির ট্রেলার।
সর্বকালের অন্যতম সেরা পেশাদার কুস্তিগীর-অভিনেতা জন সিনা এবং হলিউড অভিনেতা ইদ্রিস এলবার সাথে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
তবে ট্রেলার নিয়ে হৈচৈ চলার সময়ে প্রিয়াঙ্কাকে দেখা গেল রিলাক্স মুডে ভারতের হায়দরাবাদের এক সুইমিংপুলে দারুণ আনন্দময় সময় কাটাচ্ছেন।
সম্প্রতি দেখা গেল পুলের পানিতে নেমে সাঁতার কাটছেন। তবে প্রিয়াঙ্কা এটাকে সাধারণ ছুটি কাটানো হিসেবে উল্লেখ করছেন না।
এই সময়টাকে নিজের যত্ন নেওয়া হিসেবে প্রকাশ করছেন। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সাঁতার কাটা থেকে জিমে শরীর চর্চা—সবই করছেন এই অভিনেত্রী।
ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘যখনই পারি নিজের যত্ন নেওয়ার বিভিন্ন উপায় বের করি। ভক্তদের কাছে জানতেও চেয়েছেন প্রিয়াঙ্কা, ‘তোমার প্রিয় নিজের যত্নের রুটিনগুলো কী?’ ভক্তদের মধ্যে অনেকেই মন্তব্য করে জানিয়েছেন যে প্রিয়াঙ্কাই তাদের অনুপ্রেরণা।
এদিকে বলিউডে দীর্ঘ ৬ বছর পর মহেশ বাবুর বিপরীতে এস এস রাজামৌলির ‘এস এস এমবি ২৯’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া অভিনেত্রীর আসন্ন আরো দুটি কাজ রয়েছে। সেগুলো হলো ‘দ্য ব্ল্যাফ’ ও ‘সিটাডেল সিজন ২’।