মাথায় ঝাঁকড়া চুলওয়ালা জার্মান টিকটকার নোয়েল রবিনসনকে ইদানীং দেখা যাচ্ছে ঢাকার সড়কে সড়কে। পুলিশ থেকে ফল বিক্রেতা চমকে দিচ্ছেন সকলকে।
টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই ‘নোয়েলগোজক্রেজি’ নামে পরিচিত তরুণ এই টিকটকার। তার শেয়ার করা ভিডিও গুলোতে দেখা যাচ্ছে ঢাকার মানুষজন—দোকানদার, পথচারী, এমনকি পুলিশ সদস্যদের সঙ্গে নিজের সিগনেচার স্টাইলে নাচছেন নোয়েল। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তিনি শাকিব খানের ‘উরাধুরা’ গানের তালেও পা মিলিয়েছেন।
সব ভিডিওর সঙ্গে দেখা গেছে দেশের নৃত্যশিল্পী হৃদি শেখকে। তার সঙ্গে গুলশানের রাস্তায় নেচেছেন মাস্টার ডি প্রতীক হাসানও। মামজি স্ট্রেঞ্জারের ‘প্রেমে দিওয়ানা’ গানের তালে তালেও নেচেছেন নোয়েল। এছাড়া জেফার রহমানের ‘ঝুমকা’ এবং প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে নোয়েলকে।
ইনস্টাগ্রামে নোয়েলের অনুসারী সংখ্যা ১০ মিলিয়নের বেশি। জানা গেছে, তার বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চায়নার পর এবার এসেছিলেন বাংলাদেশে। ঢাকায় এসে তিনি যুক্ত হয়েছেন ইউটিউবার জেফার, নৃত্যশিল্পী হৃদি শেখসহ অনেকের সঙ্গে।