প্রথমবারের মতো সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন নগরবাউল জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।
রুবাইয়াৎ জানান, ২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাওয়ার কথা রয়েছে জেমসের। সেখানে একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। যেখানে দর্শকরা শুনতে পারবেন বিনামূল্যে গান। তার ভাষ্যমতে, ‘আশা করি, ভালো একটা শো হবে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।’
এ ব্যবস্থাপক আরও বলেন, ‘২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবেন নগরবাউল। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।’
মূলত রক্ষণশীল পরিস্থিতি থেকে সৌদি আরবকে বের করে আনার জন্য নানান ধরনের উদ্যোগ হাতে নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০১৮ সালে ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট ও ফ্যাশন শোয়ের মত বিভিন্ন বিনোদন ভিত্তিক আয়োজন করে আসছে দেশটি।
এরই ধারাবাহিকতায় আরও একটি উদ্যোগ হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে ‘রিয়াদ সিজন’। নতুন রিয়াদ সিজনে ৯টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে। সৌদি আরব ও অংশগ্রহণকারী এশীয় দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্য নিয়ে এ আয়োজন হবে ৪৫ দিনের। ১২ অক্টোবর শুরু হওয়া আয়োজনটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আমন্ত্রিত প্রতিটি দেশের মত এতে বাংলাদেশের জন্যও বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। যা ‘বাংলাদেশ উইক’ হিসেবে বিবেচনা করা হয়েছে। বাংলাদেশ উইকের অংশ হিসেবেই এখানে রয়েছে জেমসের গান শোনানোর আসর।