সোহিনী সরকার ও তৃণা সাহার দ্বন্দ্বে বন্ধ হয়ে গেল ‘মাতঙ্গী’র শুট।
২৩ জুলাই শুটিং শুরু হওয়া ওয়েব সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে প্রযোজক সংস্থা ক্যামেলিয়া প্রোডাকশনস।
কিন্তু কি নিয়ে দ্বন্দ্বে জড়ান দুই নায়িকা?
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, সোহিনী সরকারের মত সেটে আলাদা মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার, মেকআপ রুম ও বাথরুমের দাবি তোলেন তৃণা সাহা। এ নিয়ে পরিচালকের সাথে রুঢ় আচরণের অভিযোগও উঠে অভিনেত্রীর বিরুদ্ধে।
তবে এসবের পরেও শুটিং ফ্লোরে ছিলেন তৃণা। আর্টিস্টগ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপে করা সোহিনীর ক্ষুদে বার্তা আগুনে ঘি ঢালার মত কাজ করে এবং এর জেরেই সেট ছাড়েন তৃণা সাহা।
কিন্তু কি লিখেছিলেন সোহিনী?
সোহিনী কারও নাম না উল্লেখ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন, ‘আমার বিনীত অনুরোধ প্রোডাকশন ও পরিচালক টিমের কাছে, অভিনেতা-অভিনেত্রীদের কী প্রয়োজন (অভিনয় ক্ষমতা বাদ দিয়ে) তা কথা বলে মিটিয়ে নিলেই কাজটা সুবিধা হয়। আমি কথাগুলো লিখতে বাধ্য হচ্ছি, কারণ আমি কী সুবিধা পাচ্ছি, সেটা নিয়ে সেটের পরিবেশ নষ্ট হচ্ছে।’
সোহিনী তার ক্ষুদে বার্তায় তৃণাকে নিজের যোগ্যতা প্রমাণ করে এই জিনিসগুলো অর্জন করে নেওয়ার জন্য ধৈর্য সহকারে অপেক্ষাও করতে বলেন।
নাম না উল্লেখ করা হলেও সোহিনীর ক্ষুদে বার্তায় বেশ অপমানিত বোধ করেন তৃণা। আর তাতেই বন্ধ হয়ে যায় সিরিজটির শুটিং।
তৃণার চরিত্রের জন্য রোশনি ভট্টাচার্যকে অভিনয়ের প্রস্তাব দিয়েছে প্রযোজনা সংস্থা। তবে এখন তারকাদের ডেট শিডিউল নিয়ে ঝামেলায় পড়ে গেছে ক্যামেলিয়া প্রোডাকশনস । কারণ, ১ আগস্ট থেকে ‘কাবুলিওয়ালা’র শুট শুরু করেছেন সোহিনী সরকার। ‘হাওয়াবদল ২’ এর শুটিং করার জন্য ৮ আগস্ট লন্ডনে যাবেন অভিনেত্রী।
ঘটনাটির পরে লিখিত আকারে তৃণা ক্ষমা চাইলেও আর্থিক ক্ষতির কারণে অভিনেত্রীর উপরে বরাবরই ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজক রুদ্রনীল ঘোষ।